'জন-গন-মন' বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতীয় সংগীত, স্বীকৃতি ইউনেস্কোর?
ফের ভাইরাল মিথ্যা সোশ্যাল মিডিয়া পোস্ট
- Total Shares
আবার ইউনেস্কো-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট। গত ২৯ জুন Collection of Satyajit Ray নামের একটি ফেসবুক গ্রুপ দাবি করেছে ভারতের জাতীয় সংগীত 'জন-গন-মন' -কে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
পোস্টটি ৪০০ বারের কাছাকাছি শেয়ার হয়েছে। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ ভার্সন।
ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউজ ওয়ার রুম দাবি জেনেছে পোস্টটি ভুয়ো।
এই ধরণের একটি পোস্ট ২০০৮ সাল থেকে ঘুরছে। এর আগে ইন্ডিয়া টুডে এব্যাপারে ইউনেস্কো-র সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানতে চায় বিষয়টি সত্য কিনা। ইউনেস্কো-র তরফে সু উইলিয়ামস ইন্ডিয়া টুডে-কে জানিয়েছিলেন বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। ইন্ডিয়া টুডে-র এই খবরের উপর ভিত্তি করে পরে কুইন্ট এবং ফ্যাক্টলি খবরটি মিথ্যা বলে নস্যাৎ করে দেয়।
DAILYO FACT CHECK
Claimভারতের জাতীয় সংগীত 'জন-গন-মন' -কে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। Conclusion বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000
The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of DailyO.in or the India Today Group. The writers are solely responsible for any claims arising out of the contents of this article.