ফ্যাক্ট চেক- স্বামী বিবেকানন্দের নিজের কণ্ঠে গাওয়া এই গানের সত্যতা কী?
স্বামীজীর কোনও কণ্ঠস্বরের রেকর্ডিং খুঁজে পাওয়া যায়নি
- Total Shares
স্বামী বিবেকানন্দর গলায় গান শুনে ভাবে মাতোয়ারা হয়ে যেতেন রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীমার লেখা কথামৃতে স্বামীজীর গানের কথা পড়ে তার কণ্ঠ শোনার ইচ্ছে আরও তীব্রতর হয়েছে তার ভক্তদের মনে।
ফেসবুকের একটি পোস্ট তাই সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে একটি গানকে স্বামীজীর নিজের কণ্ঠে গাওয়া বলে দাবি করা হয়েছে। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়াররুমের তথ্য অনুযায়ী এই দাবিটি সম্পূর্ণ ভুল। স্বামীজীর কোনও কণ্ঠস্বরের রেকর্ডিং খুঁজে পাওয়া যাই নি।
'প্রজিৎ কুমার রায়' তার ফেসবুকে একটি গান পোস্ট করে নিচে লিখেছেন ' স্বামী বিবেকানন্দ নিজে গান করছেন। কি মধুর কন্ঠ।'।প্রায় সতেরো হাজার মানুষ পোস্টটি শেয়ার করেছেন।
অনেকেই গানটি স্বামী বিবেকানন্দের নিজের গলায় গাওয়া বলে বিশ্বাস করেছেন, আবার অনেকে জানিয়েছেন এটি একটি ভুয়ো পোস্ট।
'তথাগত মন্ডল' একটি ইউটিউব লিংক পোস্ট করে জানিয়েছেন এটি স্বামীজীর গাওয়া গান নয়।
'যে তৃষা জাগিলে তোমারে হারাবো:রামকৃষ্ণ স্মরণম' এই ক্যাপশন সহ গানটি ইউটিউব ব্যবহারকারী 'চঞ্চলের গানের বাগান' ২০১৮ সালে পোস্ট করেছে।
এই ইউটিউবে ভিডিওটির কমেন্ট সেকশনে 'ড: সান্তনু সেন ' লিখেছেন যে এই গানটির "বাণী- স্বামী পূর্নাত্মানন্দজী, সুর - স্বামীবলভদ্রানন্দজী। কন্ঠ- স্বামী শিবদিশানন্দ (সুকান্ত মহারাজ)" এর।
আমরা ইউটিউবে 'স্বামী পূর্নাত্মানন্দজী + যে তৃষা জাগিলে তোমারে হারাবো' দিয়ে সার্চ করলে এই একই গান আরও অনেক ইউটিউব ব্যবহারকারীর দেওয়া পোস্টে পাই।
এবং সেখানেও বিভিন্ন মানুষ লিখেছেন যে এই গানখানি রামকৃষ্ণমিশনের স্বামী পূর্নাত্মানন্দজীররচনা। সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দের পক্ষে এই গান গাওয়ার সম্ভবনা একেবারেই খারিজ করে দেওয়া যায়।
কিন্তু বিভিন্ন সময় স্বামীজীর কণ্ঠস্বর বলে বিভিন্ন অডিও রেকর্ডিং বারংবার শোনা গেছে, যেগুলির সত্যতা নিয়ে মানুষের মনে সংশয় থেকে গেছে। সত্যিই কি স্বামীজির কণ্ঠস্বর কোথাও রেকর্ড হয়েছিল?
এ বিষয়ে ২০১২ সালে 'দ্য হিন্দু' খবরের কাগজে একটি রিপোর্ট বেরোয়। এই রিপোর্ট অনুযায়ী এই বিতর্কের স্থায়ী সমাধান করে রামকৃষ্ণ মিশন। মিশনের তরফ থেকে জানানো হয় স্বামীজীর গলার স্বরের রেকর্ডিং কোথাও নেই। এই রিপোর্ট অনুযায়ী এই বিতর্কের স্থায়ী সমাধান করে রামকৃষ্ণ মিশন। মিশনের তরফ থেকে জানানো হয় স্বামীজীর গলার স্বরের রেকর্ডিং কোথাও নেই।
স্বামী বোধসরানন্দ, অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ দুঃখের সঙ্গে জানান, ১৮৯৩ সালে শিকাগোতে স্বামীর কণ্ঠস্বর কোথাও রেকর্ড করা হয়নি।
এই রিপোর্ট মুতাবিক, ভারতে এবং বিদেশে স্বামীজীর কণ্ঠস্বর রেকর্ড হয়েছিল যা পরবর্তীকালে মহীশুরের রাজপ্রাসাদে ও আম্বালাতে ছিল। কিন্তু সেগুলি এখন আর খুঁজে পাওয়া যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false