ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল পাকিস্তানী অভিনেতার এই ছবি
সাম্প্রতিক ভারত-পাক সংঘর্ষের সাথে জুড়ে ইন্টারনেটে ভাইরাল এই ছবি
- Total Shares
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘর্ষের কারণে পাক-অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় এক পাকিস্তানী সেনার মৃত্যুর খবর প্রকাশিত হয় বেশ কিছু সংবাদমাধ্যমে।
এরই মধ্যে ভারতীয় সেনার হাতে পাকিস্তানী সেনার ক্যাপ্টেন সাবির খানের মৃত্যুর দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ছবি।
Captain Sabir Khan of Pakistan Army killed by Indian Army in #NeelumValley pic.twitter.com/dIqr0IOohY
— Vikrant Rajput (@VikrantRajput0) November 13, 2020
এখানে সেই পোস্টগুলিকে আর্কাইভ করা রয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, পাকিস্তানী সেনার ক্যাপ্টেন সাবির খানের মৃত্যুর দাবী করে ভাইরাল হওয়া এই ছবিতে আসলে পাকিস্তানের অভিনেতা আহাদ রাজা মীরকে দেখা যায়।
ভাইরাল সেই ছবিকে রিভার্স সার্চ করে আমরা "দ্য এক্সপ্রেস ট্রিবিউন" ও "গ্লোবাল ভিলেজ স্পেসে"র দুটি প্রতিবেদন খুঁজে পাই।
ওই প্রতিবেদনগুলিতে ভাইরাল সেই ব্যক্তির ছবিকে ব্যবহার করে তাকে পাকিস্তানী অভিনেতা আহাদ রাজা মীর বলে উল্লেখ করা হয়।
তারা লেখে, ভাইরাল এই ছবিতে আদতে এহ্দ-এ-ওয়াফা নামের এক টিভি সিরিয়ালের দৃশ্যে অভিনেতা মীরকে সেনা পোশাকে দেখতে পাওয়া যায়।
এই প্রতিবেদন লেখার সময় অবধি নীলম উপত্যকার সাম্প্রতিক সংঘর্ষে ভারতীয় সেনার হাতে সাবির খান নামের কোনো পাকিস্তানী সেনা ক্যাপ্টেনের মারা যাওয়ার খবর আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাইনি।
এর থেকে বলা যেতে পারে, পাকিস্তানের সেনা ক্যাপ্টেন সাবির খানের মৃত্যুর দাবী করে ভাইরাল হওয়া এই ছবিতে আসলে পাকিস্তানী অভিনেতা আহাদ রাজা মীরকে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false