এই বাড়ি কি বলিউড বাদশা শাহরুখ খানের?
কতটা সত্যি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টটির দাবি?
- Total Shares
দেখতে চমকপ্রদ একটি বাড়ি, বাড়ি না বলে অবশ্য ইমারত বলাই ভালো। ইমারতের স্থাপত্যটি চোখ টানার মত। সেই রকমই একটি ছবি পোস্ট করেছে এক ফেসবুক ব্যবহারকারী। দাবি, বাড়িটি বলিউড সেলিব্রিটি শাহরুখ খানের। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফাওয়া) বিষয়টি তদন্ত করতে গিয়ে দেখেছে পোস্টের দাবি সম্পূর্ণ মিথ্যা।
গত ২৪ অগাস্ট এক ফেসবুক ব্যবহারকারী এই ছবি পোস্ট করেছেন । ক্যাপশন রয়েছে: ''ভারতের শাহ্ রুখ খানের বাড়ি''। পোস্টটি ১০ হাজারের বেশি মানুষ দেখেছেন। পোস্টটি শেয়ার হয়েছে ২৭ হাজারের বেশি বার।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফাওয়া) খোঁজ করে দেখছে যে পোস্টটি সম্পূর্ণ মিথ্যা। ফেসবুকে বহু মানুষ শেয়ার করেছেন এই ছবি।
এখানে দেখুন পোস্টটির আর্কাইভ।
আমরা পোস্ট করা ছবিটি নিয়ে রিভার্স সার্চ করে দেখি ওই বিল্ডিংটি তাইওয়ানের আগোরা বিল্ডিংয়ের ছবি। এরপর নিশ্চিত হওয়ার জন্য গুগল-এ গিয়ে আমরা আগোরা বিল্ডিং তাইওয়ান দিয়ে দেখি এই বিল্ডিংয়ের ছবিই আসছে। ডিসাইন বিল্ড নেটওয়ার্ক নামের ওয়েবসাইট-এ এধরণের বিল্ডিংয়ের ছবি থাকে। এই বিল্ডিংটির কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে, শেষ হয় ২০১৭ সালে।
এছাড়াও আগোরা বিল্ডিংয়ের স্থাপত্য নিয়ে নিউজ মিডিয়াতেও খবর প্রকাশিত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ বিল্ডিংটির ছবি শেয়ার করেছেন।
এবার দেখুন শাহরুখ খানের বাড়ি মান্নাতের ছবি। শাহরুখ খানের মান্নাতের ছবি নিউজ মিডিয়ায় বহুবার এসেছে। কখনও শাহরুখ নিজে এই ছবি পোস্ট করেছেন। ছবিটি অস্পষ্ট হলেও ফেসবুকে পোস্ট করা ছবির সঙ্গে কোনও মিলই নেই।
Fed cake to wife...Met my family of fans outside Mannat...now playing Mono Deal with my lil girl gang! Having a Happy Birthday. Thank u all...for this amazing love. pic.twitter.com/8IthQY3cxQ
— Shah Rukh Khan (@iamsrk) November 1, 2018
এছাড়াও শাহরুখের বাড়ির ছবি নিউজ মিডিয়ায় বহুবার এসেছে। শাহরুখের প্রত্যেক জন্মদিনে তিনি বাড়ির বারান্দা থেকে ফ্যানেদের সঙ্গে দেখা করেন, সে ছবি টেলিভশন মিডিয়ায় প্রত্যেক বছর আসে। ইন্ডিয়া টুডে গ্রুপের হিন্দি টেলিভশন খবরের চ্যানেল আজতক-এ দেখুন শাহরুখের বাড়ির ছবি।
সুতরাং কোনওভাবেই ফেসবুকে পোস্ট করা দাবির সঙ্গে এই বাড়ির কোনও মিল নেই।
এখানে আরও বেশ কিছু চ্যানেলে প্রকাশ হওয়া শাহরুখ খানের বাড়ির ছবি।
এছাড়া পোস্টটির কমেন্টস বক্সে বহু মানুষ লিখেই দিয়েছেন যে এই বাড়ি শাহরুখের নয়। এটি একটি ফেক পোস্ট। তাই ফেসবুক পোস্টটির দাবি সম্পূর্ণ ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false