ফ্যাক্ট চেক: মন্দিরে গো-মাংস নিক্ষেপের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী?
পোস্টে ব্যবহার করা ছবিটি ২০১৬ সালের, কর্নাটকের
- Total Shares
"Ruhulamin Sk" বলে একজন ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন যে মন্দিরে গো-মাংস নিক্ষেপ করার অভিযোগে কলকাতা পুলিশ ছ'জন "বিজেপি - আরএসএস এজেন্টকে" আটক করেছে। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যে।
"পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল" নামের একটি ফেসবুক পেজে Ruhulamin Sk ৬ এপ্রিল এই পোস্টটি করেন। পোষ্টে একটি ছবি দিয়ে দাবি করা হয়েছে, "সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা ব্যর্থ আটক আর,এস,এস - বিজেপির এজেন্ট আজ কলকাতা পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ সাংবাদিক সম্মেলন করে সব জানিয়েছেন ছিঃ বিজেপি ছিঃ।" পোস্টে ব্যবহৃত ছবিতে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে - "মুসলমান বেশ ধারণ করে মন্দিরে গো-মাংস নিক্ষেপ ...... ধৃত ছয় (৬ ) হিন্দু যুবক। এই জঘন্য কৃতকর্মের তীব্র ভাষায় নিন্দা জানাই।"
৬ এপ্রিল এই পোস্টটি করা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পোস্টটি ১৬৪ বার শেয়ার হয়ে গিয়েছে।
এখানে দেখে নিতে পারেন পোস্টটির আর্কাইভ।
পোস্টে ব্যবহৃত ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে যে ছবিটি কর্নাটকের কালাবুরাগি জেলার শাহাবাদের, ২০১৬ সালের অক্টোবর মাসের। স্থানীয় এক মন্দিরে রাখা শ্রী রামচন্দ্রের ছবিতে গোবর লেপ্টে দেওয়ার অভিযোগে পুলিশ ছ'জনকে গ্রেপ্তার করে। পোস্টে ব্যবহৃত ছবিটি গ্রেপ্তার-পরবর্তী সাংবাদিক সম্মেলনের।
ডেক্যান ডাইজেস্ট ও টেলিগ্রাফ সহ বিভিন্ন সংবাদপত্র ও ওয়েবসাইটে এই সংক্রান্ত খবরও প্রকাশিত হয়েছিল।
এরপর আমরা গুগল সার্চে গিয়ে কলকাতা পুলিশ গ্রেপ্তার + মন্দির + গো-মাংস কি-ওয়ার্ড দিয়ে দেখেছি। কিন্তু এই ধরণের কোনও খবর বা এই সংক্রান্ত সাংবাদিক সম্মেলনের কোনও উল্লেখ পায়নি। কলকাতা পুলিশের তরফ থেকে যুগ্ম-কমিশনার (ক্রাইম) প্রভীন কুমার ত্রিপাঠি ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে এ ধরণের কোনও ঘটনা ঘটেনি।
এই পোস্টে আরও দাবি করা হয়েছে যে “কলকাতা পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ” এই সাংবাদিক সম্মেলনটি করেছেন। সুরজিৎ কর পুরকায়স্থ আসলে কলকাতা পুলিশের কমিশনার ছিলেন এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ছিলেন। ২০১৮ সালের ৩১ মে তিনি অবসর গ্রহণ করেছেন।
সুতারং, "Ruhulamin Sk" -এর এই পোস্টটি সর্বৈব মিথ্যে।

JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false
