ফ্যাক্ট চেক: নাগরিকত্ব আইনের নামে ফের ভাইরাল বিভ্রান্তিকর তথ্য
আট বছরের পুরোনো প্রতিবাদের ছবি নাগরিকত্ব আইনের নামে চালানোর চেষ্টা
- Total Shares
ফেসবুক ব্যবহারকারী "তনয় দে" একটি ছবি পোস্ট করে দাবি করে করেছেন এটি কলকাতায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিলের দৃশ্য।
ছবিতে দেখা যাচ্ছে, দুটি বাচ্চা ছেলেমেয়ে হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে। পোস্টারে ইংরেজিতে লেখা, "যারা ইসলামকে অপমান করে তাদের গণহত্যা করো"।
ফেসবুক পোস্টটিতে লেখা, "পাকিস্তান বা বাংলাদেশের নয়, #CAA এর বিরুদ্ধে #কলকাতার দৃশ্য। আমরা বিগত দিনে ঘটে যাওয়া হিন্দুদের উপর অত্যাচারের কথা ভুলে গেছি। এরপরেও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলব। পুনশ্চ- ইসলাম শান্তির ধর্ম "
ছবিটির আর্কাইভ ভার্সন এখানে দেখা যাবে।
আফওয়া খোঁজ করে জেনেছে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট। এই ছবিটির সঙ্গে নাগরিকত্ব আইনের কোনও সম্পর্ক নেই। ভাইরাল ছবিটি ২০১২ সালের, কলকাতায় মার্কিন বিরোধী একটি প্রতিবাদ মিছিলের।
রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা এই ভাইরাল ছবিটি "গেটি ইমেজ" ওয়েবসাইটে খুঁজে পাই। সেখানে লেখা, এই ছবিটি এ এফ পি সংবাদ সংস্থার চিত্রগ্রাহক দিব্যাংশু সরকারের কলকাতায় তোলা। অক্টোবর ৫, ২০১২ সালে মার্কিন প্রযোজনায় তৈরী একটি চলচিত্র " ইনোসেন্স অফ মুসলিমস" এর বিরোধিতার সময় এই ছবিটি তোলা হয়। মার্কিন প্রযোজনায় তৈরী এই ছবিটি বেশ কিছু দেশে মার্কিন বিরোধী আলোড়ন তোলে। সেই খবর এইখানে পাওয়া যাবে।
সুতরাং ২০১২ সালের এই ছবিটির সঙ্গে, সাম্প্রতিক নাগরিকত্ব আইনের বিরোধিতার কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false