কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যু সংবাদ ঘিরে গুজব
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট
- Total Shares
প্রয়াত হলেন পেলে, এমনই খবরে উত্তাল ইন্টারনেট দুনিয়া। গত দুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতে থাকে যে, মারা গেছেন কিংবদন্তি ফুটবলার।
একটি ফেসবুক পেজ এই খবরটি একটি পোস্টকার্ড-এর মাধ্যমে পোস্ট করে। পোস্টকার্ড-এ কিংবদন্তি ফুটবলারের দুটি ছবি রয়েছে। তার উপরে লেখা, ''আমাদের ছেড়ে চলে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। কিছুক্ষন আগে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স ছিল মাত্র ৭৮ বছর। বার্ধক্যজনিত কারণে উনার জীবনাবসান ঘটে।‘’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি প্রায় ৪০০ জনের কাছাকাছি শেয়ার করেছেন। পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
রানাঘাট ইনফো নামের একটি ফেসবুক গ্রুপ-ও এই খবর পোস্ট করে। এটি শেয়ার করেছেন প্রচুর মানুষ। আর্কাইভটি দেখতে পারেন এখানে।
খবরটির সত্যটা যাচাইয়ের জন্য ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউজ ওয়ার রুম খোঁজ খবর শুরু করে। সোশ্যাল মিডিয়ায় পেলের মৃত্যুর খবরে ঝড় বয়ে গেলেও বিশ্বজুড়ে নিউজ পোর্টালগুলি খবর করতে শুরু করে যে খবরটি ভুয়ো। আসলে পেলেকে নিয়ে মৃত্যুর ভুয়ো খবর এর আগেও ছড়িয়েছে।
বেশ কয়েকটি নিউজ পোর্টাল আগেও এই একই খবর করে।
গত এপ্রিল মাসেও এই একই খবর বেরিয়েছিল। তখন প্যারিসের একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন মূত্রনালীতে সংক্রমণ জনিত সমস্যা থাকায়। হাসপাতাল থেকে বিবৃতি দিয়ে সেই ভুয়ো খবর খণ্ডন করেন পেলের প্রতিনিধি। সংবাদ প্রতিদিন খবরের কাগজে এই খবর নিয়ে একটি প্রতিবেদন বের হয়।
চীনা সংবাদ সংস্থা জিনুয়াকে উদ্ধৃত করে ট্রেন্ডজ নিউজ এজেন্সী খবর করে যে সম্প্রতি ফুটবল সম্রাট অসুস্থ হয়েছেন। সোমবার সাওপাওলোয় একটি প্রমোশনাল ইভেন্ট-এ পেলের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর প্রতিনিধি অনুষ্ঠানটি বাতিল করে দেন। সম্প্রতি পেলের শরীর ভালো যাচ্ছেনা। কারণ হিসেবে শারীরিক অবস্থা ভালো না থাকার কথাই জানান তিনি। সেই খবরটি হয় ২ জুলাই। তারপর থেকে পেলে সংক্রান্ত কোনও খবরই কোনও সংবাদ মাধ্যমে বেরোয়নি। সোশ্যাল মিডিয়া ছাড়া কোথাও পেলের মৃত্যুর খবর খুঁজে পায়নি আফওয়া।
শিয়াসাত নামের একটি নিউজ ওয়েবসাইট খবর করে যে সোমবার পেলের প্রতিনিধি জানান, ''উনিও এবার বিখ্যাত মানুষদের ভুয়ো মৃত্যুর খবরের তালিকায় যোগ হলেন। উনি বেঁচে আছেন এবং ভালো আছেন। ইন্টারনেট-এ যা চলছে তা বিশ্বাস করা বন্ধ করুন।'
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লুঙ্গি গিদি-ও টুইট করে জানান পেলের মারা যাওয়ার খবর হোক্স ছাড়া কিছুই নয়।
Don't believe and spread rumors. King of soccer #Pele is alive and kickinghttps://t.co/xjj2iD5D9b
— Lungi Ngidi (@YengadiLungi) July 17, 2019
তাছাড়া পেলের মত কিংবদন্তি ফুটবলার মারা যাবেন আর পৃথিবীর বড় কোনও সংবাদ মাধ্যম খবর করবে না এটা অবাস্তব। তাই খবরটি ভুয়ো এবং ভিত্তিহীন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false