ফ্যাক্ট চেক: নির্মলা সীতারামান কি বলেছেন যে পেঁয়াজের দাম নিয়ে তিনি চিন্তিত নন?
বিভ্রান্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
'আমি তো পেঁয়াজ খাইনা তাই দাম নিয়েও ভাবি না। সংসদে বললেন অর্থ মন্ত্রী নির্মলা' এমনই হেডলাইন দিয়ে একটি খবর করেছে Mahanagar24x7 Bengali নামের একটি ওয়েবসাইট।
৫ ডিসেম্বর ফেসবুক পেজ Mahanagar24x7 Bengali এই পোস্ট শেয়ার করেছে। আফওয়া দেখেছে যে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। বহু মানুষ এই প্রতিবেদন দেখে বিভ্রান্ত হয়ে কমেন্টস বক্সে লিখেছেন। কিন্তু অনেকেই আবার লিখেছেন যে তাঁর কথাকে বিকৃত করে খবর করা হয়েছে।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ওই ফেসবুক লিঙ্কটি খুললে একটি ওয়েবসাইটের লিঙ্ক খুলে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে দেশের অর্থনীতি এবং পেঁয়াজের দাম নিয়ে নানা প্রশ্নের মুখে পড়া সিথারামান সংসদে বলতে উঠেছিলেন। আফওয়া ভিডিওটি ভালো করে দেখে। দেখা যায় সীতারামান বলতে বলতেই এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে তাঁকে পেঁয়াজের দাম নিয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞাসা করেন মিশর থেকে কেন পেয়াঁজ আনা হচ্ছে। সীতারামান উত্তর দিতে শুরু করলে তার মাঝেই এক সাংসদ (যাঁকে ভিডিওতে দেখা যাচ্ছে না) চেঁচিয়ে সীতারামানকে জিজ্ঞাসা করেন, ''আপনি কি মিশরীয় পেয়াঁজ খান?'' সুপ্রিয়া সুলের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার মাঝেই এই সংসদের প্রশ্ন শুনে সীতারামান তাঁকেই আগে উত্তর দেন। সীতারামান যা বলেছেন আফওয়া ঠিক সেটিই অনুবাদ করেছে। তিনি বলেন,''আমি বেশি পেঁয়াজ রসুন বেশি খাই না, উদ্বেগের কিছু নেই , আমি এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে পেঁয়াজ রসুনের বেশি ব্যবহার নেই।'' আফওয়া দেখেছে সীতারামান কোথাওই বলেননি, ''আমি পেঁয়াজ খাই না, তাই পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত নই।'’ সীতারামানের কথাকে সামান্য ঘুরিয়ে এখানে লেখা হয়েছে। তিনি যেখানে বলেছেন, ''চিন্তা করবেন না।'' এবং বলেছেন সম্পূর্ণ অন্য প্রসঙ্গে সেখানে তাঁর কথাকে ঘুরিয়ে লেখা হয়েছে।
এখানে সীতারামনের ভিডিও ক্লিপটি দেখলেই স্পষ্ট হয়ে যাবে তিনি ঠিক কি বলেছেন, এবং কি প্রসঙ্গে বলেছেন।
পরে সীতারামনের অফিস থেকেও একটি টুইট করে জানানো হয় যে তাঁর কথাকে ঘুরিয়ে উপস্থাপন করা হয়েছে।
Here is the full video of Smt @nsitharaman explaining in detail the steps taken by the govt. to control onion prices and provide relief to the common man. A part of this video clip is being quoted out of context and is misleading. pic.twitter.com/56MLd1gKpU
— NSitharamanOffice (@nsitharamanoffc) December 5, 2019
তাই এই পোস্টটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false