ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ১৯৯৩ সালে হওয়া মুম্বাইয়ের দাঙ্গার ছবি
পুরোনো এই ছবিকে সম্প্রতি অনেকেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
ইতিহাসের পাতা উল্টে দেখলে ১৯৮০ সালে হওয়া উত্তরপ্রদেশের মোরাদাবাদের দাঙ্গায় বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়।
সম্প্রতি ওই ভয়াবহ স্মৃতির আলোচনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ছবি।আহত এক মানুষকে কিছু মানুষের কোলে করে নিয়ে যাওয়ার এক চিত্র সেই ছবিতে দেখতে পাওয়া যায়।
নেটিজেনদের বেশ কয়েকজন ভাইরাল সেই ছবিকে পোস্ট করে ১৯৮০ সালের আগস্টের ১৩ তারিখে হওয়া মোরাদাবাদের হত্যাকাণ্ডের বলে উল্লেখ করেন।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ১৯৮০ সালে হওয়া উত্তরপ্রদেশের মোরাদাবাদের হত্যাকাণ্ডের বলে দাবী করা এই ছবিটি আসলে ১৯৯৩ সালে মুম্বাইয়ে হওয়া দাঙ্গার।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে ভাইরাল এই ছবির বিষয়ে জানতে পারা যায়।
এই ছবিকে আমরা "আউটলুক ইন্ডিয়া"র ১৯৯৩ সালে মুম্বাই দাঙ্গা সম্পর্কিত এক ফটোগ্যালারী ও "দ্য কুইন্টে"র এক প্রতিবেদনে খুঁজে পাই।ওই দুই জায়গায়ই এই ছবিকে ১৯৯৩ সালে মুম্বাইয়ে হওয়া দাঙ্গার বলে উল্লেখ করা হয়।
১৯৯৩ সালের মার্চের ১২ তারিখে মুম্বাইয়ের ভয়াবহ সেই জঙ্গি হামলার খবর এখানে পড়া যাবে।
সুতরাং, ১৯৮০ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে হওয়া হত্যাকাণ্ডের বলে দাবী করা এই ছবিতে আসলে ১৯৯৩ সালের মুম্বাই দাঙ্গার এক দৃশ্যকে দেখতে পাওয়া যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false