ফ্যাক্ট চেক: বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ফটোশপ করা ছবি ভাইরাল
করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
করোনা নিয়ে তথ্য গোপন করছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, এই অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই সরব রাজ্যের বিজেপি নেতৃত্ব।
এরই মধ্যে সম্প্রতি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ছবি সমেত ফেসবুকে ভাইরাল এক বিভ্রান্তিকর পোস্ট।ভাইরাল সেই পোস্টের ছবিতে লকেট চট্টোপাধ্যায়ের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা হল, "গুজরাতে এতো লোক মরছে বাংলায় কেন মরছে না।মমতা সরকার জবাব দাও"।
ফেসবুক ব্যবহারকারী খাতুন ওয়াহিদা শেইখ বিভ্রান্তিকর সেই ছবিটি পোস্ট করে হাসির ইমোজিসহ লেখেন, "মরলে ভালো হতো নাকি?"
আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক-নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের এই ছবিটি এডিট করা।লকেট চট্টোপাধ্যায়ের হাতে ধরা প্ল্যাকার্ডের আসল ছবিটির লেখা ছিল অন্য।
অনুসন্ধানের প্রথমে আমরা প্ল্যাকার্ডটির লেখার চারপাশের রঙের দিকে লক্ষ্য করি।সেখানে দেখা যায় বিভ্রান্তিকর সেই লেখার কালো অক্ষরগুলির আশেপাশে আলাদা এক হলুদ রং রয়েছে যা প্ল্যাকার্ডের উপরে থাকা রঙের থেকে আলাদা।
এতে সন্দেহ হওয়ায় আমরা ছবিটিকে রিভার্স সার্চ করি এবং সেখান থেকে "সংবাদ প্রতিদিনের" এক প্রতিবেদনের সন্ধান পাই।সংবাদ প্রতিদিনের সেই প্রতিবেদনের কভারে আমরা লকেট চট্টোপাধ্যায়ের আসল ছবিটির হদিস পাই।
লকেট চট্টোপাধ্যায়ের আসল ছবিটির প্ল্যাকার্ডে লেখা ছিল, "দিকে দিকে করোনাতে মৃত ব্যক্তিদের লাশ লোপাট করা হচ্ছে কেন? মমতা সরকার জবাব দাও"।
প্রতিবেদনটি থেকে আমরা জানতে পারি করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগের জেরে এপ্রিল ২৬, ২০২০ তারিখে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুঘন্টা বঙ্গ বিজেপি নেতা-কর্মীরা নিজেদের বাড়িতে মৌন প্রতিবাদ অবস্থান করেন।বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের প্ল্যাকার্ড হাতে আসল ছবিটি আদতে সেই প্রতিবাদেরই অংশ।
লকেট চ্যাটার্জি নামের ফেসবুক পেজেও আমরা একই তারিখে প্রতিবেদনে ব্যবহৃত বিজেপি নেত্রীর সেই ছবিটি দেখতে পাই।
এর থেকে পরিষ্কার যে ভাইরাল এই পোস্টে থাকা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের হাতে থাকা প্ল্যাকার্ডের লেখাটি এডিট করা।মে ১০, ২০২০ অবধি পাওয়া রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে ১১৩ জন মারা গেছেন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false