ফ্যাক্ট চেক: না, ভারত-পাকিস্তান সীমান্তের রাতের ছবি নয় এটি
বিভ্রান্তিকর তথ্য সহ ভাইরাল স্পেন ও মরোক্কো সীমান্তের ছবি
- Total Shares
সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ধারা বাতিল হওয়ায় জম্মু-কাশ্মীর বিশেষ অধিকার হারায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে নানান খবর, যার কিছু সত্যি আবার কিছু ভুয়ো।
সম্প্রতি "অ্যামেজিং নলেজ" নামের একটি ফেসবুক পেজ " ভারত পাকিস্তান সীমান্তের রাতের দৃশ্য" বলে একটি সর্পিলাকার পাহাড়ি সড়কের রাতের ছবি পোস্ট করে।
পোস্ট এ লেখা, "ভারত পাকিস্তানের বর্ডার ২৯০০ কিলোমিটার লম্বা আর বিশ্বের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বর্ডার গুলির মধ্যে একটি। এটি বিশ্বের এক মাত্র ইন্টারন্যাশনাল বর্ডার যা মহাকাশ থেকে দেখতে পাওয়া যায়। ভারতের পক্ষ থেকে লাগানো ১ লক্ষ পঞ্চাশ হাজার ফ্লাড লাইটের জন্য এটি রাত্রিবেলা আলোকিত হয় এবং মহাকাশ থেকেও দেখা যায়।"
পোস্টটির আর্কাইভ হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী পোস্টটি বিভ্রান্তিকর। পোস্টে ব্যবহৃত ছবিটি ভারত পাকিস্তান সীমান্তের নয়, এটি স্পেন ও মরোক্কো সীমান্তর ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায় যে এই ভাইরাল ছবিটি ২০১৭ সালে কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ের বার্ষিক রিপোর্টে প্রকাশিত হয়। ভুল করে এই ছবিটিকে ভারত এবং পাকিস্তানের সীমানা বলে লেখা হয়। বেশ কিছু সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়। পরে নিজেদের ভুল স্বীকার করে গৃহমন্ত্রালয়ের তরফ থেকে ব্যাপারটিকে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
Home Ministry orders internal investigation into using picture of Spain-Morocco border to show Indian border floodlighting, in annual report pic.twitter.com/zNvwBnaljn
— ANI (@ANI) June 14, 2017
ফ্যাক্ট চেক ওয়েবসাইট "অল্টনিউজ" এ বিষয় একটি খবর প্রকাশ করে। স্পেন ও মরোক্কোর মধ্যবর্তী সেউতা বর্ডারের রাতের ছবি এটি।
ভারত ও পাকিস্তানের সীমানা ৩৩২৩ কিলোমিটার লম্বা। ২০১৭-১৮ সালের গৃহমন্ত্রালয়ের বার্ষিক রিপোর্ট
অনুযায়ী প্রায় ১৯০০র বেশি কিলোমিটারে "ফ্লাড লাইট" লাগানো হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false