ফ্যাক্ট চেক: সুরিনামের রাষ্ট্রপতি কি এবছরে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হচ্ছেন?
বিভ্রান্তিকর এই দাবীই সম্প্রতি ভাইরাল হল সমাজ মাধ্যমে
- Total Shares
করোনার প্রকোপে এমনিতেই জর্জরিত বিশ্বের বিভিন্ন দেশ, এরই মধ্যে ভারতের এবছরের প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথির নাম নিয়ে জল্পনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।
এবছরের জানুয়ারির ১৫ তারিখে করা এমনই এক ফেসবুক পোস্টের ছবিতে লেখা হয়, সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি ২০২১ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে মুখ্য অতিথি হতে চলেছেন।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, করোনা পরিস্থিতির জন্য আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোনও বিদেশি রাষ্ট্রনেতা হাজির থাকবেন না বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
এবছরের ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বিষয়ে জানতে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে জানুয়ারির ১৪ তারিখে প্রকাশিত "আনন্দবাজার পত্রিকা" ও "দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে"র দুটি প্রতিবেদন খুঁজে পাই।
আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে করোনা পরিস্থিতির জন্য প্রধান অতিথি হিসেবে কোনও বিদেশি রাষ্ট্রনেতা হাজির থাকবেন না বলে ওই প্রতিবেদনগুলিতে রিপোর্ট করা হয়।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এবিষয়ে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘বিশ্বজুড়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান অথবা সরকারি প্রধান উপস্থিত থাকবেন না।’’
সংবাদসংস্থা "এনআই"এর ইউটিউব চ্যানেলে সেই সাংবাদিক বৈঠকের ভিডিওকে দেখতে পাওয়া যাবে।
যদিও, সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখির এবছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হবার খবরটিকে যাচাই করতে গিয়ে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে জানুয়ারির ১০ তারিখে প্রকাশিত "আউটলুক ইন্ডিয়া"র এক প্রতিবেদন খুঁজে পাই।
"নিউজ ১৮" এর সূত্রের উল্লেখ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সফর বাতিল করার পর এবছরের প্রজাতন্ত্র দিবসে সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখির প্রধান অতিথি হওয়ার কথা সেখানে রিপোর্ট করা হয়েছিল।
ওদিকে, বিদেশ মন্ত্রকের তরফে করা এই টুইট থেকে জানা যায়, এবছরের ১৬ তম প্রবাসী ভারতীয় দিবসে সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি ভারতের প্রধান অতিথি হয়েছিলেন।
The correct answer is Chandrikapersad Santokhi, President of the Republic of Suriname ????????
— Indian Diplomacy (@IndianDiplomacy) January 11, 2021
এর থেকে বলা যেতে পারে, সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখিই শুধু নন, করোনা পরিস্থিতির জন্য আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোনও বিদেশি রাষ্ট্রনেতা হাজির থাকবেন না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false