ফ্যাক্ট চেক: গেম অফ থ্রোনসের ছবিকে গাজা বলে চালানো হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ভুয়ো খবর
- Total Shares
গত ১৪ নভেম্বর আমরা কমিউনিস্ট নামের একটি ফেসবুক পেজ দুটি ছবি পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে আগুনে দাউ দাউ করে জ্বলছে একটি শহরের কিছু অংশ। দাবি, এই দুটি ছবি গাজা শহরের। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এটি একটি ভুয়ো পোস্ট। ছবি দুটো পোস্ট করে পেজটি দাবি করে, ''গাজায় মানব সভ্যতাকে ধ্বংস করছে ইসরাইল। এখন কারোর মানবতা জেগে উঠবে না। এখন কেউ চোখের জল ফেলবে না। কারণ স্পষ্ট ##SaveGajaFromIsrael'
পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে দেখতে পারেন।
ছবিটি দুটি দেখে আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করি। ছবি দুটি নিয়ে রিভার্স সার্চ করতেই আমরা দেখতে পাই আসলে দুটি ছবিই টেলিভশন সিরিজ গেম অফ থ্রোন্স-এর শুটিং-এ নেওয়া ষ্টীল ফটো। গেম অফ থ্রোন্স-এ কিংস ল্যান্ডিং হিসেবে 'শুট করা হয়েছিল ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক শহরকে। সেই শহরেই তোলা ছবি এটি, গাজা স্ট্রিপের নয়।
'দি স্কটিশ সান' এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এই একই ছবি ব্যবহার করা হয়েছে। কিংস ল্যান্ডিং গেম অফ থ্রোনসের কল্পনার শহর। এই শহর শুট করার জন্য ব্যবহার করা হয়েছে ক্রোয়েশিয়ার রৌদ্রোজ্জ্বল শহর ডুব্রোভনিক-কে আর এই শহরেরই টপ শট এই দুটি ছবি।
এছাড়া পয়েন্ট ফোর নামের আরো একটি ওয়েবসাইটে এই কিংস ল্যান্ডিং নিয়ে লেখা হয়েছে। সেখানেও রয়েছে এই ছবিটি। এখানে প্রথম ছবিটি গেম অফ থ্রোনসের শুট করা, দ্বিতীয় ছবিটি ডুব্রোভনিক শহরের।
এই ফ্যান্টাসি সিরিজের শহরটি নিয়ে কিংসল্যান্ডিংডুব্রোভনিক ডট কম নামের একটি ওয়েবসাইট-ও রয়েছে। সেখানে ডুব্রোভনিক শহরের কোথায় কোথায় গেম অফ থ্রোনসের কি শুট হয়েছে তা নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। কিন্তু এই ওয়েবসাইটের সব তথ্য সঠিক কিনা তা আফওয়া নিপরেক্ষভাবে তদন্ত করতে পারেনি।
কিন্তু এ বিষিয়ে নিশ্চিত করে বলা যায় যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলি গাজা নয় গেম অফ থ্রোনসের শুট করা ষ্টীল ছবি যা নেয়া হয়েছে ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক শহরে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false