ফ্যাক্ট চেক: না, ঈগলের হাঙ্গর তুলে নিয়ে যাওয়ার ভিডিও এটি নয়
বিভ্রান্তিকর দাবীসহ এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
সম্প্রতি, এক পাখির মাছ তুলে নেওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকে সেই ভিডিওর সাথে দাবী করতে শুরু করেন, ঈগলের হাঙ্গর তুলে নিয়ে যাওয়ার ভিডিও এটি।
অনেকের মত, 'ওডিটি অ্যাসাইলাম' নামের এক ফেসবুক পেজও একই দাবী করে ভাইরাল ভিডিওটি পোস্ট করে।
এখানে আপনারা ফেসবুক পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, উড়তে থাকা পাখিটিকে ঈগল ও তার থাবায় ধরা মাছটিকে হাঙ্গর বলার দাবীটি বিভ্রান্তিকর।ওসপ্রে তথা সেই সামুদ্রিক বাজ পাখিটি আদতে তার থাবায় একটি বড় স্প্যানিশ ম্যাকারেল ধরে রেখেছিল।
'দ্য ইন্ডিপেন্ডেন্ট' নামের এক ইউটিউব চ্যানেল ভিডিওটির দীর্ঘতম সংস্করণ জুলাইয়ের ৩ তারিখে আপলোড করে।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "মর্টল বিচের দর্শণার্থীরা অবাক হয়ে দেখেন, এক ওসপ্রে বড় আকারের একটি মাছ ধরে তাদের উপরে উড়ছে।টেনেসির বাসিন্দা অ্যাশলে হোয়াইটের তোলা ফুটেজটিতে দেখা যায়, পাখিটি সৈকতের অনেক উপরে মাছটিকে নিয়ে গেলেও সে তখনও পালানোর চেষ্টা করছিল।"
আমরা দেখতে পাই, ভাইরাল ভিডিওটি আসলে জুনের ২৭ তারিখে @EdPiotrowski নামের এক ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়।
তার টুইটার বায়ো অনুযায়ী, ব্যক্তিটি হলেন "WPDE ABC-15 এর প্রধান আবহাওয়াবিদ"।
WPDE ABC-15 হল আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার এক টিভি চ্যানেল।
সেখানেও, সেই টুইটার ব্যবহারকারী পাখিটিকে "ওসপ্রে" ও মাছটিকে "বড় স্প্যানিশ ম্যাকারেল" বলে উল্লেখ করেন।
WPDE ABC-15 এর ফেসবুক পেজেও জুনের ২৮ তারিখে ভিডিওটি আপলোড করা হয়।
“বার্ডস অফ দ্য ওয়ার্ল্ড” ওয়েবসাইট অনুসারে, ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া পাখিটি হল ওসপ্রে তথা এক মাছখেকো সামুদ্রিক বাজ যার দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার ও ডানা নিয়ে চওড়ায় ১৮০ সেমির কাছাকাছি।
ওদিকে, ভাইরাল ভিডিওটি পোস্ট করা টুইটার ব্যবহারকারীর মতে, মাছটি বড় এক স্প্যানিশ ম্যাকারেল ছিল যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের ওয়েবসাইট অনুযায়ী ১৩ পাউন্ড (৬ কেজি) অবধি ভারী হতে পারে।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল ভিডিওটিতে এক ওসপ্রে পাখি তার থাবায় করে বড় এক স্প্যানিশ ম্যাকারেল নিয়ে উড়ে যাচ্ছিল।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false