হাস্যকৌতুক করতে গিয়ে কুরুচির পরিচয় দিয়েছে 'ডা. ধর' সিরিজ

অনেকের কাছেই চিকিৎসকরা ঈশ্বরের মতো, তাই এ ভাবে পেশাকে খাটো করা অনুচিৎ

 |  2-minute read |   06-06-2018
  • Total Shares

সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন চিকিৎসক ও নার্সরা। সমাজসেবার ক্ষেত্রে যে প্রত্যেক স্বাস্থ্যকর্মীই স্বাস্থ্য পরিষেবা দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেন, সে কথা বললেও অত্যুক্তি হবে না।

অনেকেই  চিকিৎসকদের সঙ্গে ভগবানের সঙ্গে তুলনা করেন, এই বিচারে নার্সরা তো বটেই, যে সব মেডিক্যাল টেকনোলজিস্টরা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন তাঁরাও কোনও অংশে কম নন।

বর্তমান সমাজে এঁদের সম্মানের মাত্রাটা অন্যদের চোখে অনেকটাই অন্যরকম।

body_060718010039.jpg

আজকের দিনে আমাদের সবার জীবনের একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ। বর্তমান ব্যস্ত জীবনে মানুষ টেলিভিশনের পর্দায় চোখ রাখার সময়ই পান না কর্মরতরা, কিন্তু পর্যায়ে সকলেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে গান, বিনোদনের খুঁটিনাটি, সংবাদ সবকিছুই পেয়ে যাই এক নিমেষে।

ডা. টি পে ধর (Dr. T Pay Dhar) নামে একটি কমেডি ওয়েব সিরিজ ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এই সিরিজে এ 'ডা. ধর'-এর সঙ্গে নার্স 'উঃ আঃ'-র যে একান্ত মুহূর্ত দেখানো হচ্ছে এবং তার সঙ্গে যে ভাষার ব্যবহার হয়েছে তা খুবই কুরুচির পরিচয় দিচ্ছে।

body1_060718125433.jpg

ভীষণ দৃষ্টিকটূ এবং অত্যন্ত কুরুচিপূর্ণ। কিছুদিন আগেই যখন মোহম্মদ আলি পার্কে দুর্গাপ্রতিমার সঙ্গে ডাক্তারদের নিয়ে একটি বিষয় সামনে আসে তখন অনেকই সরব হয়েছিলেন।

তবে আজ সবাই চুপ কেন? একজন স্বাস্থ্য বিষয়ক শিক্ষার ছাত্র হয়ে স্বাস্থ্য সম্পর্কিত পেশাকে অপমান করার বিষয়টি আমার কাছে খুবই নিন্দাজনক।

আর মিরাক্কেল-খ্যাত ডা. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। প্রায় আমরা অনেকেই এই ওয়েব সিরিজটি দেখেছি, এবং এই মুচমুচে কমেডিটি দেখে ভীষণ মজা পেয়েছি এবং চ্যানেলও সাবস্ক্রাইব করেছি।

body2_060718010009.jpg

এই অনুষ্ঠানটি খুব কম সময় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে এবং ইউটিউবে এর সাবস্ক্রাইবারের সংখ্যা   দু'লক্ষেরও উপরে এবং দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৫০ লক্ষ।

এই সিরিজে অভিনয় করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও অভিনেত্রী রোহিনী।

আমাদের এই ব্যস্ত জীবনে আমরা প্রায় হাসতেই ভুলে গেছি। তাই এই রকম কমিক অনুষ্ঠানগুলি আমাদের মুখে হাসি ফোটাচ্ছে ঠিকই কিন্তু ডা. টি পে ধর -এর মতো কমিক সিরিজগুলো হাস্যরস সৃষ্টি করতে গিয়ে সমাজের একটি পেশাকে ভীষণরকম ভাবে খাটো করছে।  

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SAGNIK SAHA SAGNIK SAHA

PARAMEDICAL STUDENT-IPGME&R | LEADER-ALL BENGAL PARAMEDICAL STUDENTS UNIT

Comment