কেন ক্রমেই গরম বাড়ছে দার্জিলিং ও ডুয়ার্সে?
মাটি শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের, তার জন্য কী ভাবে মানুষ দায়ী
- Total Shares
পরিবেশের স্বাস্থ্য রক্ষার জন্য সবচেয়ে দরকারি আর আদর্শ হল অরণ্য। পরিবেশ হল অতি জটিল এক প্রাকৃতিক ব্যাপার, অনেকগুলি বিষয়ের উপরে তা নির্ভরশীল। জলচক্র; বিভিন্ন স্থানের উত্তাপের হেরফের এবং এরকম আরও অনেক কিছুর উপরে পরিবেশের ভারসাম্য নির্ভর করে, তারাই আবহমান কাল ধরে এই ভারসাম্য বজায় রেখে চলেছে। তবে নানা ধরনের উন্নত প্রযুক্তি এবং মানুষের আধুনিক জীবনযাত্রা এই ভারসাম্য ব্যাহত করছে, ভারসাম্য নিঃশেষিত করছে এবং প্রাকৃতিক প্রক্রিয়া ও সবুজ ধ্বংস করছে।
অরণ্যাঞ্চলের বিভিন্ন ধরনের পরিবেশের পাঠ নিতে এই গবেষণাটি আমরা করেছি। ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে পরিবেশের দূষণ, আর্দ্রতার মাত্রা ও গাছগাছালি নিয়ে আমরা কাজটি করার চেষ্টা করেছি। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্থানগুলিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে আমরা সে দিকেও লক্ষ্য রেখেছি। বনাঞ্চলের উদাহরণ হিসাবে সেখানে ডুয়ার্সকে (২৬.৮৭০ উঃ; ৮৮.৭৪০ দঃ) তুলে ধরা হয়েছে। ডুয়ার্সের ক্ষেত্রে যে কথা প্রযোজ্য, দার্জিলিংয়ের ক্ষেত্রও সে কথা প্রযোজ্য।
পরিবেশের স্বাস্থ্য রক্ষার জন্য আদর্শ হল অরণ্য
ডুয়ার্স শুধুমাত্র বনাঞ্চলই নয়, সুদ্রপৃষ্ঠ থেকে গড় ৯০ মিটার উঁচুতে থাকা ডুয়ার্সে পাহাড়ি এলাকাও বলা চলে। আমাদের সমীক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল। এই অঞ্চলে যে ক্রমেই দূষণের প্রবণতা বাড়ছে তা আমরা লক্ষ্য করেছি। এই সময়কালের মধ্যে ডুয়ার্সে সবুজের সমারোহ, জলের পরিমাণ ও আর্দ্রতার মাত্রা যে কমেছে, সে কথা আমাদের গবেষণায় উঠে এসেছে। এই সব হ্রাসের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে ভূপৃষ্ঠের কাছাকাছি ওজোনের ঘনত্ব বেড়ে গেছে এবং সেখানে ওজোনের চাপ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
এখন সেখানে লোকে পাখা-বাতানুকুল যন্ত্র কিনছেন
অল্প সময়ের মধ্যেই এই অঞ্চলে ওজোনের চাপ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে ওজোনের অতিরিক্ত ঘনত্বই হল গাছগাছালি হ্রাসের কারণ। ওজোনের ঘনত্বই গাছের শ্বাসপ্রশ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে এবং বৃদ্ধির পক্ষে অন্তরায় হয়ে যাচ্ছে। এর ফলে ডুয়ার্সে ধোঁয়াশা (এরোসল) বাড়ছে যা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যাচ্ছে বর্ষাকাল শুরু হওয়ার আগে। এরোসল ইন্ডেক্সে দেখা যাচ্ছে শিল্পতালুক এবং যেখানে মানুষের কাজকর্ম-বসবাস বেশি সেই সব অঞ্চলে কালো ঝুল, ধোঁয়ার কণা প্রভৃতি মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে। এরোসল ইন্ডেক্সের সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বা বৃষ্টিপাতের সম্পর্ক ব্যাস্তানুপাতিক। তাই এরোসলের মাত্রা পরিবেশে বেড়ে গেলে দেখা যায় ভূমির আর্দ্রতা কমছে। ঝুল, ধোঁয়া প্রভৃতি বাতাসে বৃদ্ধি হলে দেখা যায় উষ্ণতা বাড়ছে।
দার্জিলিংয়ে জনঘনত্ব বেড়েছে, মানুষের কার্যকলাপ বেড়েছে। তাই এখানেও ধীরে ধীরে উষ্ণতা বেড়েছে। যেখানে একসময় বরফ পড়ত, এখন সেখানে লোকে পাখা-বাতানুকুল যন্ত্র কিনছেন।