বর্ষাকালে ভিজে পোশাক ও রাস্তার নোংরা জল থেকে ত্বকে সমস্যা হয়, সমাধান কী?

দীর্ঘদিন ত্বকের সমস্যায় ভুগলে শিশুদের কিডনিতে সংক্রমণ দেখা দিতে পারে

 |  3-minute read |   30-07-2018
  • Total Shares

প্রচণ্ড গরমের পরে যখন চারদিক ঠান্ডা করে বর্ষা আসে তখন তার মজাটাই আলাদা, সঙ্গে একরাশ স্বস্তি।

তবে ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন শারীরিক সমস্যা যেমন সর্দি-জ্বর বা হাঁচি-কাশি লেগেই থাকে। এই সময় নানান ত্বকের সমস্যাও দেখা দেয়। এই সময় রাস্তায় জল জমে যায় আর দূষিত জমা জল গায়ে লেগে ত্বকের বিভিন্ন সমস্যা হয়। আবার বর্ষাকালে এমন কিছু ছোটখাট সমস্যাও হতে পারে যেগুলো একটু সতর্ক হলেই এড়ানো যেতে পারে।

body1_073018073918.jpgদীর্ঘদিন ত্বকের সমস্যায় ভুগলে শিশুদের কিডনির সংক্রমণ দেখা দিতে পারে

বর্ষাকালে ত্বকে প্রধানত সংক্রমণ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় ত্বকের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়। এছাড়াও ঘামাচি, ফুস্কুড়ি, ফোঁড়া, দাদ, হাজা, খোস ও পাঁচড়া জাতীয় সমস্যা হতে পারে।

বর্ষাকালে ছোট-বড় সবারই এ সব সমস্যা দেখা দিতে পারে। তবে শিশুদের ত্বকের দিকে বিশেষ নজর দেওয়া উচিৎ।

একটা কথা মনে রাখতে হবে যে যদি জীবাণুর কারণে ত্বকের সংক্রমণ দেখা দেয় (যেমন ফুস্কুড়ি, ফোঁড়া, খোস বা পাঁচড়া), তবে তা খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলতে হবে না হলেই তা থেকে জটিলতা তৈকির হতে পারে। তাই সময় মতো তার সঠিক চিকিৎসা করাতে হবে।    

body2_073018074031.jpgবর্ষাকালে ছোট- বড় সবারই এসব সমস্যা দেখা দিতে পারে

এই সময় ঘাম গায়ে বসতে দেওয়া উচিৎ নয়। যদি ছুলি হয় তা হলে গায়ে তেল মাখা উচিৎ হবে না।  তবে বার বার হাজা ও নখকুনি হলে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলও তা হতে পারে। বর্ষাকালে দীর্ঘক্ষণ জলে থাকলে কিংবা যাঁরা দীর্ঘক্ষণ জলে নেমে কাজ করেন তাঁদের পায়ের তলায় ছোট ছোট গর্ত বা ফুটো দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা করান, এটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ।

বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরে ঈষদুষ্ণ জলে স্নান করে নিন। ত্বকের সমস্যা হলে অনেকেই জীবাণুনাশক সাবান ব্যবহার করে থাকেন। সাধারণ সাবানই যথেষ্ট। এই ধরণের সাবানের তেমন কোনও প্রয়োজনীয়তা নেই, কারণ তার থেকেও সমস্যা আরও বাড়তে পারে। এই জাতীয় যে সব লোশন বা ক্রিম বাজারে পাওয়া যায় তারও প্রয়োজন নেই। চিকিৎসকের পরামর্শ নিয়ে যে সব পাউডার ব্যবহার করলে ছত্রাক হয় না সেগুলো ব্যবহার করতে পারেন।

বর্ষাকালে চারদিকে একটা প্যাচপ্যাচে ভাব থাকে এবং জামাকাপড়ও ভালোভাবে শুকোতে চায় না। এই থেকে ত্বকের সমস্যা দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে ভেজা শাড়ি পড়লে কোমরের কাছে সেটা চেপে জড়ানো থাকে বলে কোমরের চারপাশে দাদ হতে পারে।  দাদ বা টিনিয়া করপোরিস, ক্রুরিস ও পেডিস ও এই ধরণের নানা সমস্যা হতে পারে। এভাবে আক্রান্ত অংশ অনুযায়ী নামও বদলে যায় অসুখটির। ভেজা কাপড় ত্বকের সঙ্গে ঘষা লেগে ছত্রাক হওয়ার আশঙ্কা থাকে।

body3_073018074108.jpgবৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরে ঈষদুষ্ণ জলে স্নান করে নিন

তবে এই সব সমস্যাকে খুব ছোট্ট সমস্যা বলে অবহেলা করা উচিৎ হবে না। শিশুদের ক্ষেত্রে এর থেকে কিডনি সংক্রমণ হতে পারে। কারও ত্বকে যদি আগের থেকেই কোনও রকম সংক্রমণ হয়ে থাকে, তাহলে বর্ষাকালে ঠিকঠাক যত্ন না নিলে তা আরও বাড়তে পারে। তাই বর্ষা কালে যতটা সম্ভব ত্বকে পরিষ্কার ও শুকনো চেষ্টা করুন।

বর্ষাকালে রাস্তা-ঘাটে জল জমে থাকে, তাই চেষ্টা করুন বন্ধ জুতো না পরতে। জুতো-মোজা পড়লে তা যেন শুকনো থাকে। সব সময় সঙ্গে ছাতা রাখুন।  বেশিক্ষণ বৃষ্টির জলে না থাকার চেষ্টা করুন।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

DR. KOUSHIK LAHIRI DR. KOUSHIK LAHIRI

Consultant Dermatologist | International Fellow, American Academy of Dermatology

Comment