আর্জেন্টিনা নাইজেরিয়া: মেসিরা চাপে তাই নাইজেরিয়া পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্নে বিভোর

ভারতীয় ফুটবলের সঙ্গে নাইজেরিয়ার নিবিড় সম্পর্ক, আশাকরি ভারত আজ নাইজেরিয়াকে সমর্থন করবে

 |  2-minute read |   26-06-2018
  • Total Shares

উফ, ভাবা যায়! আজ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নাইজেরিয়া। তার চাইতেও বড় বিষয় ম্যাচটি জিততে পারলে আমরা নকআউট পর্যায়ে পৌছিয়ে যাব। প্রি-কোয়ার্টার ফাইনালে আমরা কোন দলের বিরুদ্ধে খেলব? সেই ম্যাচ জিততে পারলেই তো আমরা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পৌছিয়ে যাব।

আপনার হয়ত ভাবছেন, কী সব অলীক চিন্তা করে যাচ্ছি। লাগসে বসে আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা ফুটবল পাগল নাইজেরীয় এখন হয়ত এই স্বপ্নই দেখছে। কিন্তু, কয়েকহাজার মাইল দূরে কলকাতায় ফুটবল খেলতে এসে আমি কেন এই ধরণের অলীক স্বপ্ন দেখব? স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। বিশেষ করে যখন ফুটবল নিয়ে ব্যাখ্যা করতে বসলে আজ নাইজেরিয়ার জয়ের সম্ভাবনা একেবারেই অযৌক্তিক বলে মনে হচ্ছে না।

প্রথমে মেসিদের কথায় আসি। বিশ্বকাপে প্রথম থেকেই ছন্দে নেই মেসিরা। প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছে আর্জেন্টিনা আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরেছে। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট তুলে লিগ তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে মারাদোনার দেশ। বলতে গেলে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মেসিদের। বিশ্বকাপে টিকে থাকতে গেলে বা পরবর্তী পর্যায়ে জায়গা করে নিতে হলে আর্জেন্টিনাকে জিততেই হবে।নিঃসন্দেহে, এর ফলে প্রচন্ড চাপে থাকবে আর্জেন্টিনা। আর, আর্জেন্টিনার এই চাপটাকেই কাজে লাগাতে হবে আমাদের।

body1_062618040140.jpgচাপে রয়েছে মেসিরা

এখানেই শেষ নয়। সংবাদমাধ্যমে যে সব খবর প্রচার হচ্ছে তার থেকে একটা কথা বেশ পরিষ্কার - এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তিটি কোনও মতেই জর্জ সাম্পাওলি নন। আর, বর্তমানে আর্জেন্টিনীয় কোচের চিন্তার কারণ যত না বেশি বিপক্ষ দল তার চাইতে অনেক বেশি নিজের দলের মধ্যে অন্তর্কলহ। যেখানে নিজের সংসারেই ফাটল রয়েছে সেখানে বিপক্ষ দলের রক্ষণে ফাটল ধরান চাট্টিখানি কাজ নয়।

আর, এখানেই সাবধানে থাকতে হবে নাইজেরিয়াকে। দেখতে হবে, আর্জেন্টিনা বধ করে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার এরকম সুবর্ন সুযোগ যেন আত্মতুষ্টির জন্য হাতছাড়া না হয়।

বিশ্বকাপে বেশ ভালো ছন্দে রয়েছেন আহমেদ মুসারা। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারলেও পরের ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছি আমরা। মনে রাখবেন, এই আইসল্যান্ডের বিরুদ্ধে কোনওরকমে ম্যাচ ড্র করতে পেরেছিল আর্জেন্টিনা।

আজ জিতলে অঙ্কটা আমাদের কাছে বেশ পরিষ্কার - দু'নম্বর দল হিসেবে গ্রূপ 'ডি' থেকে পরবর্তী পর্যায়ে পৌছিয়ে যাব আমরা। আর হারলে? নিয়মানুযায়ী প্রথমে গোল পার্থক্য দিয়ে বিচার হবে। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে অন্তত তিন গোলের ব্যবধানে আমাদের হারাতে হবে। তারপরেও আইসল্যান্ডের একটা সুযোগ রয়েছে। তাদেরকে অন্তত পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে।

body_062618040214.jpgছন্দে রয়েছে নাইজেরিয়া

আর, আমরা যদি ড্র করি তাহলে পরবর্তী পর্যায় যেতে গেলে ক্রোয়েশিয়াকে তিন গোলে হারাতে হবে আইসল্যান্ডকে।

পরিশেষে একটা কথাই বলতে চাই। আমি জানি এ দেশে (ভারতে) ব্রাজিল ও আর্জেন্টিনার প্রচুর সমর্থক রয়েছে। কিন্তু সেই চিমা ও'কেরির সময় থেকেই ভারতীয় ফুটবলের সঙ্গে নাইজেরিয়ার এক নিবিড় সম্পর্ক রয়েছে।

যাঁরা আর্জন্টিনার সমর্থক তাঁরা নিশ্চয়ই আর্জেন্টিনাকে সমর্থন করবেন। কিন্তু তাঁদের মধ্যেও নাইজেরিয়া নিয়ে নিশ্চয়ই একটা দুর্বলতা কাজ করবে। কিন্তু যাঁরা আর্জেন্টিনার সমর্থক নন, সেই সব ভারতীয়রা নিশ্চয়ই আজ নাইজেরিয়ার হয়ে গলা ফাটাবেন। আসুন, একটি উপভোগ্য ম্যাচ দেখতে বসি।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

JOEL SUNDAY JOEL SUNDAY

The writer is a Nigerian football. He had represented Aizwal DC and Minerva FC in the I-League.

Comment