ফের মুক্তমনা প্রকাশককে গুলি করে হত্যা বাংলাদেশে

২০১২ থেকে এই সব হত্যার দায় নিয়েছে মৌলবাদীরা

 |  2-minute read |   12-06-2018
  • Total Shares

বেশ কিছুদিন পরে আবার এক মুক্তমনা প্রকাশককে হত্যা করা হল বাংলাদেশে। বেশ কিছুদিন এই ধরেনর হত্যাকাণ্ড বন্ধ থাকার পরে ফের তার পুনরাবৃত্তি। বাংলাদেশে ভোট ক্রমেই এগিয়ে আসছে। তার আগে এই হত্যাকাণ্ড ঘটিয়ে কি কোনও বার্তা দিয়ে চাইছে হত্যাকারীরা? এই প্রশ্ন এখন উঠছে।

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক মুক্তমনা প্রকাশককে গুলি করে হত্যা করা হয়েছে। বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যার খবর নিশ্চিত করেছে পুলিশ।

বাংলাদেশে মুক্তমনা লেখক, প্রকাশকদের ধারাবাহিক হত্যাকাণ্ডের পর অনেক দিন বিরতি দিয়ে আবার এই হত্যাকাণ্ড ঘটল। 

সোমবার বিকালে সিরাজদিখান উপজেলার কাকালদী এলাকায় এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান জানান।

মুক্তমনা লেখক হিসেবে পরিচিত শাহজাহান বাচ্চু (৫৫) মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সিরাজদিখান উপজেলার কাকালদী গ্রামে।

shah_body_061218030336.jpg

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কাকালদী মোড়ে দুইটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত মুক্তমনা এ লেখককে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাচ্চুর মেয়ে দূর্বা জাহান সোমবার রাতে ফেসবুকে এক পোস্টে বলেন, “আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে। আমাদের গ্রামে। বাবাকে কারা যেন দুইটা গুলি করে মেরে ফেলেছে।” পরে তাঁর এক বন্ধু ওই পোস্টের কমেন্টে লিখেছেন, “উনি দোকানে বসেছিলেন। মোটরসাইকেলে করে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়। দূর্বার মোবাইলে ফোন করে অপরিচিত কেউ ওর বাবার মৃত্যু সংবাদ দেয়। তারপর দূর্বা ওর বাবার নম্বরে ফোন করলে পুলিশ ফোন রিসিভ করে।”

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম বলেন, বাংলাবাজারের প্রকাশনা সংস্থা বিশাখা প্রকাশনী নিয়মিত ভাবে কবিতার বই বের করত। প্রকাশনীটি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহার মতো বাংলাদেশের প্রখ্যাত কবিদের কাব্যগ্রন্থ বের করত। প্রকাশক হিসেবে সজ্জন ছিলেন বাচ্চু। 

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানান, তিনি হত্যাকাণ্ডের বিষয়টি শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না।

বাংলাদেশে ২০১২ সালের পর দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে ব্লগার, লেখক, প্রকাশক হত্যাকাণ্ড শুরু হয়। বিভিন্ন ধর্মীয় মৌলবাদীরা এ সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এর বিবৃতি দেয়। গতবছরের শেষ দিকে এ ধরণের হত্যাকাণ্ড বন্ধ হলেও সেই একই কায়দায় রবিবার খুন হলেন শাহজাহান বাচ্চু।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment