এবার ঢাকাতেও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে ভারতীয় হাইকমিশন
ভারতের প্রস্তাবে ১৭৫টি রাষ্ট্রের সমর্থনের পর জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করেছিল
- Total Shares
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবসে এবছর অংশ নেবেন ৫ হাজার যোগাভ্যাসকারীর। আগামী ২১ জুন পালিতে হবে যোগ দিবস। এই অনুষ্ঠানে যোগ প্রদর্শন, গণ যোগ সেশন ও একটি লাকি ড্র অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ভারতীয় হাইকমিশনে আন্তর্জাতিক যোগ দিবস-২০১৮ এর পর্দা উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ২০১৫ সাল থেকে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে আসছে। ২০১৭ সালে প্রায় ৫ হাজার লোক বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
০১৫ সাল থেকে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে আসছে
‘আমরা আশা করি এ বছর আরো বেশি লোক এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। তাই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য নেওয়া কর্মসূচি বাস্তবায়ন করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।’
ভারতীয় হাইকমিশন জানায়, এবছর যোগ দিবস আগামী ২১ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে যোগ প্রদর্শন, গণ যোগ সেশন ও একটি লাকি ড্রও অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত। সকল অংশগ্রহণকারী অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে যোগ ম্যাট, টি-শার্ট, উপহার সামগ্রী ও লাকি ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
পুরস্কারের মধ্যে রয়েছে- একটি টাটা টিয়াগো গাড়ি, একটি বাজাজ মোটর সাইকেল, ভারতে ভ্রমণের প্যাকেজ, দু’জনের দিল্লি ট্রিপ, ঢাকায় ৫ তারকা হোটেলে দু’জনের থাকার সুযোগ।
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা দেয়। ভারতের দেওয়া এই প্রস্তাবটি ১৭৫টি রাষ্ট্রের সমর্থনের মধ্যে দিয়ে এই দিবসটি আন্তর্জাতিকভাবে এখন পালিত হয়ে আসছে। জাতিসংঘের কোনো প্রস্তাবের প্রতি এটিই ছিলো সবোর্চ্চ সংখ্যক রাষ্ট্রের সমর্থন প্রদানের রেকর্ড।