চায়ের দোকানের বেঞ্চে বা রোয়াকে আড্ডা দিয়েই অভ্যস্ত, রেলের বার্থের সঙ্গে সেখাকার মিল পাই
নায়ক ছবিতে উত্তম কুমার বিমানে সফর করলে নায়িকা সাক্ষাৎকারের সুযোগটা পেতেন?
- Total Shares
কু ঝিক্ ঝিক্ ঝিক্!
বাঙালির দুর্গাপুজোয়র ঢাকের আওয়াজের মতনই এই আওয়াজটাও মনে ভিতরে কোথাও যেন আলোড়ন সৃষ্টি করে। ভারতের বেশিরভাগ পর্যটক যেখানে মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায়, সেখানে তাঁদের মনের কোণে এই আওয়াজের গুরত্ব অনেকখানি। অনেকটা 'কানের ভিতর দিয়া মরমে পশিল গো, ব্যাকুল করিল মোর প্রাণ'। এ রকম অনুভূতি সৃষ্টি করা আওয়াজ যেটি হাতছানি দেয় নতুন জগতের। দৈনিক ব্যস্ততার ফাঁকে যেন এটি মুক্তির মন্ত্র।
বাঙালির বড় হওয়া চায়ের দোকানের বেঞ্চ কিংবা রোয়াকে আড্ডা দিয়ে, তাই তারা রেলের বার্থের সঙ্গে সেখাকার বেশ মিল পাই
তবে এখন অবশ্য যাঁদের সময় কিঞ্চিৎ কম, তাঁরা ট্রেনের বদলে বিমানে পৌছে গিয়ে ঘুরতে বেশি পছন্দ করেন। বুদ্ধি করে বেশ কয়েক মাস আগে টিকিট কাটলে বেশ কম পয়সায় স্টেটাসটা বজায় রাখা যায় কী না! তা সত্ত্বেও অনেকের সঙ্গে কথা বলে দেখলাম তাঁরাও আমারই মতো ট্রেনের সফরই বেশি পছন্দ করেন।
মানিকবাবুর নায়ক সিনেমায় উত্তম কুমার যদি বিমানে সফর করতেন, তবে নায়িকা কি সেই কথা বলার সুযোগটা পেতেন!
ট্রেনের মজা বিমানে কোথায়?
আমিও কর্মসূত্রে বেশ কয়েকবার বিমানে চেপেছি, কেমন কয়েদি কয়েদি মনে হচ্ছিল নিজেকে। কেউ কারুর সঙ্গে কথা বলে না, সবাই কেমন গম্ভীরভাব নিয়ে ব্যস্ত। একটি ছেলেকে চিনতে পেরেছিলাম একদিন। বিরাটির এক চায়ের দোকানে আলাপ হয়েছিল। বেশ জমিয়ে আড্ডাও দিয়েছিল। সেদিন বিমানে আমাকে দেখে একটু মুচকি হেসে আবার হাতের পত্রিকা পড়তে শুরু করল। ঠিক যেন "রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা।"
সেদিক থেকে রেলের সফর অনেক প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক। এ যাবৎ কাল কত নতুন বন্ধু জুটেছে রেলের সফরে। জমিয়ে আড্ডা, খাবার ভাগ করে নেওয়া, মহিলাদের নিজের লোয়ার বার্থ ছেড়ে দেওয়া - এ সব অন্য কোথাও হয়?
গন্তব্যের থেকে যাত্রার আনন্দ বেশি
বাঙালির বড় হওয়া চায়ের দোকানের বেঞ্চ কিংবা রোয়াকের আড্ডা দিয়ে, তাই বোধয় তারা রেলের বার্থের সঙ্গে সেখাকার বেশ মিল পায়। একটি প্রশ্ন আমার অনেকদিনের, মানিকবাবুর নায়ক সিনেমায় উত্তম কুমার যদি বিমানে সফর করতেন, তবে নায়িকা কি সেই কথা বলার সুযোগটা পেতেন! শুধু বাঙালি কেন, মনে হয় বেশিরভাগ ভারতীয়দেরই এই একই সেন্টিমেন্ট। তাই তো বিভিন্ন সিনেমায় বারবার রেলের যাত্রার ছবি ফুটে উঠেছে বিভিন্ন ভাবে।
অনেক ক্ষেত্রেই কাজের সুবিধায় লোকে বিমান পরিষেবা নিয়ে থাকেন। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সেটি কতটা আনন্দদায়ক? কথায় বলে, "গন্তব্যের থেকে যাত্রার আনন্দ বেশি।" তাই তো ভাবি এ কেমন যাত্রা, যা শুরু হয়েই শেষ।