প্যারামেডিক্যালে কর্মসংস্থান হলেও অষ্টম-উত্তীর্ণদের প্যারামেডিক্স করার সিদ্ধান্ত ভুল

প্যারামেডিক্যাল কোর্সই হল, ভবিষ্যতে মেডিক্যাল টেকনোলজিস্ট হওয়ার একমাত্র সোপান

 |  2-minute read |   22-05-2018
  • Total Shares

স্বাস্থ্য বিষয়ক দিকগুলিতে ডাক্তার ও নার্সদের যেমন দরকার, তেমনই দরকার মেডিক্যাল টেকনিশিয়ানদেরও (medical technologist) ক্লিনিক্যাল রিপোর্ট ছাড়া রোগনির্ণয় ও চিকিৎসক এবং শল্যচিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মেডিক্যাল টেকনোলজিস্টদের অবদান অপরিসীম।

প্যারামেডিক্যাল কোর্সই হল, ভবিষ্যতে মেডিকেল টেকনোলজিস্ট হবার একমাত্র সোপান।

para_body1_052218031005.jpgআবার একজন হাতুড়েকে কখনোই মেডিকেল গ্রাজুয়েটদের সমতুল্য হিসেবে গণ্য করে হয় না

বিগত সরকারের (বামফ্রন্ট) আমলে, কোনও রকম নিয়োগই হয়নি বলা চলে। বর্তমান সরকারের আমলে, নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ভাবে চলছে এবং বর্তমান সরকার বিষয়গুলির উপর খুব ভালো ভাবে দৃষ্টিপাত করছেন।

আমার মনে হয় বর্তমান সরকারের কাছে এই জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ। ২০১৫ সালে বিধানসভায় অ্যালায়েড মেডিক্যাল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল (Allied medical and paramedical council) বিল পাস হয়। এই বিলের উপর নির্ভর করে বর্তমানে প্যারামেডিক্যাল কাউন্সিল গঠন করা হয়েছে।

para_body2_052218031038.jpgএতে স্বাস্থ্য ব্যবস্থারও ক্ষতি হবে বলে মনে হয়

কিছুদিন আগেই এই কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, অষ্টম ও দশম শ্রেণীর পড়ুয়াদের কয়েক ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরে কাউন্সিল থেকে সরকার স্বীকৃত রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। এবং তাঁরাও মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে গণ্য হবেন।

একজন অষ্টম বা দশম শ্রেণীর পড়ুয়া যেমন ডাক্তারি এবং নার্সিং পড়তে পারে না তেমনই এই বিষয়গুলি পড়ার জন্য একটি ন্যূনতম যোগ্যতার প্রয়োজন হয়। আবার একজন হাতুড়েকে কখনোই মেডিকেল গ্র্যাজুয়েটদের সমতুল্য হিসেবে গণ্য করা হয় না। প্যারামেডিক্যালের ক্ষেত্রেও এটি কখনও সম্ভব নয়। এমন হলে, সেটি স্বাস্থ্য জগতে খুবই নিন্দাজনক একটা ব্যাপার হবে। এতে স্বাস্থ্য ব্যবস্থারও ক্ষতি হবে বলে মনে হয়।

para_body3_052218031157.jpgকাউন্সিলের কাছে অনুরোধ যাতে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হয়

তাই, আমাদের অথাৎ তৃণমূলপন্থী ছাত্র সংগঠন অল বেঙ্গল প্যারামেডিক্যাল স্টুডেন্টস ইউনিটের পক্ষ থেকে কাউন্সিলের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হোক।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SAGNIK SAHA SAGNIK SAHA

PARAMEDICAL STUDENT-IPGME&R | LEADER-ALL BENGAL PARAMEDICAL STUDENTS UNIT

Comment