"আমার চোখে রাশিয়া ২০১৮র সেরা পাঁচটি জার্সি"
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জার্সিতে একটু বদল আনলে মন্দ হয় না
- Total Shares
আমি আর্জেন্টিনার সমর্খক আর নিঃসন্দেহে মেসি আমার পছন্দের খেলোয়াড়। তবে অবশ্য ফুটবল খেলা মানে আমি দিয়েগো মারাদোনার খেলাই বুঝি। এ বারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে মোট ৩২টি দেশ এবং সব দেশের জার্সিই খুব সুচিন্তিত ভাবে ডিসাইন করা হয়েছে।
তবে আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে কলকাতার বাসিন্দাদের মধ্যে ফুটবলের প্রতি এই ভালোবাসা বা এই খেলাটা নিয়ে উন্মাদনা সারা বছর ধরেই একই রকম থাকে। আমার মনে হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জার্সিতে একটু বদল আনলে মন্দ হয় না। জার্সির মূল রংটি্কে একই রেখে ডিজাইন বা প্যাটার্নে রদবদল করা যেতে পারে।
মোহনবাগানের জুনিয়র ফুটবল টিমের জার্সি আমি ডিজাইন করেছি, আইএফএল-এর সময় জামশেদপুর ফুটবল ক্লাবের জার্সি বানিয়েছি, মেয়র্স কাপের কলকাতা ১১-র জার্সি বানিয়েছি এবং ক্রিকেটের বেঙ্গল টাইগারদেরও জার্সি ডিসাইন বানিয়েছিলাম।
তবে যদি ২০১৮ বিশ্বকাপের সেরা পাঁচটি দেশের ফুটবল টিমের জার্সি নির্বাচন করতে হয় তাহলে সেগুলো নি্য়ে ভেবে বলাই ভালো।
নাইজেরিয়ার জার্সি
এই বিশ্বকাপে আমার সব চেয়ে বেশি পছন্দ হয়েছে নাইজেরিয়ার জার্সি। অন্যদেশের জার্সিগুলোর চেয়ে এটা একদম অন্যরকম দেখতে হয়েছে।সাধারণত ফুটবল খেলার জার্সি যেমন দেখতে হয়সেই আর পাঁচটা জার্সির মতো এটা দেখতে হয়নি। জার্সির রং সবুজ আর জার্সির হাতার রঙ সাদা।
নাইজেরিয়ার
সব চেয়ে নজর কাড়ে জার্সিতে যে জিগজ্যাগ প্যাটার্ন রয়েছে সেটা অনেকটা আমাদের দেশের ইক্কত শাড়ির নকশার মতো অনেকটা। আমাদের দেশে যে ধরণের ইক্কতের নকশা শাড়িতে দেখা যায় তার সঙ্গে আফ্রিকার কয়েকটা নকশার বেশ মিল পাওয়া যায়।
সাধারণত খেলার পোশাকগুলোতে এই ধরণের নকশা বড় একটা চোখে পড়ে না। এ ছাড়া সবুজ ও সাদা রঙের একটা স্মার্ট মেলবন্ধন করা হয়েছে।
ফ্রান্সের জার্সি
এরপরেই দ্বিতীয় স্থানে আমি রাখব ফ্রান্সের জার্সিকে। জার্সিটি দুটো রং ব্যবহারকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাকে আমরা ফ্যাশন ডিজাইনের ভাষায় টোন অন টোন বলে থাকি।
ফ্রান্স
জার্সিটি গাঢ় নীল ও হাতা দুটো ও গলায় ঝকঝকে নীল বা ইলেকট্রিক নীলের ব্যবহার করা হয়েছে এবং এই ব্যান্ডটির উপর দিয়ে গেছে আবার একটা জিগজ্যাগ প্যাটার্ন যা জার্সিটিতে একটা অন্য মাত্রা যোগ করেছে।
জাপানের জার্সি
জাপানের ফুটবল টিমের জার্সিতে অনেক ছোট ডটের ব্যবহার রয়েছে একঝলক দেখলে মনে হবে যেন সারা জার্সিতে কাঁথার কাজ করা হয়েছে।
জাপান
জার্সিটির রং নীল এবং নীলের উপর সাদা রঙের ছোট ডট। আবার হাতাতে কোনও ডিজাইনার ব্যবহার করা হয়নি। গলার চারপাশে একটা লাল বর্ডার জার্সিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
জার্মানির জার্সি
এদের এ বারের জার্সিটি অন্যান্য বারের তুলনায় অনেকটা অন্যরকম দেখতে। কারণ এ বার জার্সিটিতে শুধু সাদা ও কালো রং ব্যবহার করা হয়েছে।
জার্মানি
সামনে বুকের উপর একটা খুব সুন্দর ডিজিটাল প্যাটার্ন করা হয়েছে।
সেনেগালের জার্সি
সেনেগাল আফ্রিকার একটি ছোট দেশ। জার্সির সামনে ঠিক বুকের উপর থেকে পেটের উপর একটা খুব সুন্দর ডিজিটাল প্যাটার্ন ব্যবহার করে একটি শ্বাপদের মুখ অঙ্কন করা রয়েছে।
সেনেগাল