উত্তর কলকাতায় এবার দুই পুজোকমিটির একই থিম, কোনটা কেমন
দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ঢল নামছে দর্শনার্থীদের, এখানে রইল উত্তরের কয়েকটি
- Total Shares
দেবীপক্ষ পড়তে না পড়তেই কলকাতা শহর এখন পুজোর মেজাজে। কলকাতা মানেই থিম। একাধিক জায়গায় যখন একই থিমে মণ্ডপ বানানো হয়, তখন কোনটা কেমন তা বিচারের ভার পড়ে দর্শনার্থীদের উপরে। আজ উত্তর কলকাতার কয়েকটি পুজো।
এ বছর মহম্মদ আলি পার্কের থিম পদ্মাবৎ। মরুর বুকে সেই দুর্গের প্রতিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছেন রক্ষকরাও।
মহম্মদ আলি পার্ক
মহম্মদ আলি পার্ক
মহম্মদ আলি পার্ক
শ্রীভূমি স্পোর্টিংয়েরও এ বারের থিম পদ্মাবৎ। এখানেও ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহাসিক সেই দুর্গ।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
টালা পার্ক প্রত্যয়ের এ বারের থিম অতল অনন্ত। সেই অন্য ভুবনের রহস্য আর বিচিত্র কর্মযজ্ঞই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। মনে করা হচ্ছে সেই হল আমাদের শক্তির উৎস।
টালা পার্ক প্রত্যয়
টালা পার্ক প্রত্যয়
টালা পার্ক প্রত্যয়
টালা পার্ক প্রত্যয়
টালা পার্ক প্রত্যয়
টালা পার্ক প্রত্যয়
হাতিবাগান সর্বজনীনের এবারের থিম অন্তরজাল: মুক্ত আকাশ... মুক্ত বাতাস... মুক্ত মহাকাল / অন্তরের এই উৎসবে আজ ছিন্ন কর জাল। দেখানো হয়েছে কী ভাবে আমরা জীবনের প্রতি মুহূর্তে বদ্ধ হচ্ছি সেই জালরূপী নাগপাশে।
হাতিবাগান সর্বজনীন
হাতিবাগান সর্বজনীন
হাতিবাগান সর্বজনীন
আহিরিটোলায় এবার থিম স্থানীয় রাজবাড়ি। মণ্ডপটিকে দেখে পুরোনো রাজবাড়ি বলে বাইরে থেকে ভুল হতে পারে।
আহিরিটোলা সর্বজনীন
আহিরিটোলা সর্বজনীন
আহিরিটোলা সর্বজনীন
আবাসনের পুজোর মধ্যে রইল বিনায়ক এনক্লেভের প্রতিমা ও আলোকসজ্জা।
বিনায়ক এনক্লেভ
বিনায়ক এনক্লেভের