স্বাস্থ্য রক্ষার জন্য বৃক্ষরোপন ও নাগরিক বনায়ন একান্ত প্রয়োজনীয়

অবসর পুজো কমিটির থিম কী?

 |  1-minute read |   15-10-2018
  • Total Shares

বর্তমান বিশ্ব প্রযুক্তি শিল্প এক চমকপ্রদ উচ্চতা অর্জন করেছে। বিশ্বব্যাপী নগরায়ন মানুষকে করে তুলেছে প্রযুক্তির দাস। কিন্তু এই নগরায়নের সঙ্গে সঙ্গে চলছে অবাধ বৃক্ষ ছেদন। ফলে প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য। মানুষের বেঁচে থাকার লড়াইয়ে আজ প্রতি মুহূর্তে প্রয়োজন পড়ছে কৃতিম অক্সিজেনের। এই রকম চলতে থাকলে ভবিষ্যৎ  প্রজন্ম এক গভীর সঙ্কটের মুখোমুখি হবে। মানুষের প্রকৃত সম্পদ হল স্বাস্থ্য। সেই স্বাস্থ্য রক্ষার জন্য বৃক্ষরোপন ও নাগরিক বনায়ন একান্ত প্রয়োজনীয়। সেই বার্তাতাই দেওয়া হয়েছে অবসরের পুজোর থিমে।

 

body_101518054356.jpg

body1_101518054403.jpg

body2_101518054413.jpg

body3_101518054420.jpg

body4_101518054428.jpg

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SUBIR HALDER SUBIR HALDER

Sr. Photographer

Comment