ধন্য পৌষ্টিকতন্ত্র: ভাগাড়ের সারমেয়-মার্জার খাইয়াও হজম করিয়াছে বাঙালি

তাহারা ইহাতে এতদূর ক্ষেপিয়াছে যে প্রেমিকযুগলকে ধরিয়া নির্মমভাবে উত্তম-মধ্যম দিয়াছে

 |  2-minute read |   05-05-2018
  • Total Shares

বাঙ্গালির আঁতে বড় ঘা লাগিয়াছে। কলকেতা ও শহরতলীর আপামর বাঙ্গালিজাতি নিঃসন্দেহে ভারী চটিয়াছে। কেননা তাঁহারা পঞ্চায়েত ভোট লহিয়া জল্পনা করিতেছিলেন, ভোর পাঁচটায় উঠিয়া রবি ঠাকুরের গান শোনা কতদূর সমীচীন তাহা ভাবিতেছিলেন, এমনকী দুই কোরিয়া এক হইতে চলিল কিনা তাহা লহিয়া কল্পনা ও ডোনাল্ড ট্রাম্পের নয়া কারসাজি লহিয়াও ভাবিতেছিলেন, আইপিএলে কেকেআরের ভবিষ্যৎ গণনায় ব্যস্ত রহিয়াছিলেন- সেই অবসরে কে বা কাহারা, কোন দুষ্টচক্র তাহাদের ভাগাড়ের মাংস খাওয়াইয়া দিয়াছে। এতদিনকার মুখের অমৃতসকল গরল হইয়াছে!

তাহারা ইহাতে এতদূর ক্ষেপিয়াছে ও বিপর্যস্ত বোধ করিয়াছে যে হস্তের সম্মুখে দুষ্কৃতিদের না পাইয়া মেট্রো রেলে বেচারা প্রেমিকযুগলকে ধরিয়া নির্মমভাবে ঠেঙ্গাইয়া উত্তম-মধ্যম দিয়া মনের ভার লাঘব করিবার চেষ্টা করিয়াছে।

meat_body1_050518023657.jpgতুমি কেবল ভক্ষণ করিয়া আসিয়াছ ও হজম করিয়াছ

হায় রে বঙ্গসন্তান, তুমি সকালে উঠিয়া দুইটি মোমো খাইয়া কাছারিতে যাইতে, দ্বিপ্রহরে মহাকরণের সম্মুখে দাঁড়াইয়া বিরিয়ানিতে মধ্যাহ্নভজন সারিতে, বৈকালে একটি রাম-পাখির রোল আর দিনান্তে পরটা ও কাবাব- এই রূপ নিরুপদ্রবে তোমাদিগের জীবন অতিবাহিত হইতেছিল। ইত্যবসরে কে বা কাহারা এই দুষ্কর্ম করিয়া বসিল? শুধুই করিয়াছে এমত নহে, যাহারা করিয়াছে তাহারা কবুল করিয়াছে, দীর্ঘকাল যাবৎ তাহারা এমন কুকর্ম করিয়া আসিতেছিল। রাজনৈতিক দলগুলির এবং দূরদর্শন সুযোগ বুঝিয়া ইহার পশ্চাতে কাহার কী নিগূঢ় অভিসন্ধি ক্রিয়াশীল তাহা লইয়া চেল্লামিল্লি করিতেছেন।

meat_body2_050518023812.jpgএতদিনকার মুখের অমৃতসকল গরল হইয়াছে

হে বাঙ্গালি, বাজারে ছাগ মাংসের মূল্য কিলোপ্রতি ৫৮০/ টাকা, কুক্কুট বিকায় দেড়শত টাকা মূল্যে, আলু কিলোপ্রতি দর ১৭/- হইতে ২০/- টাকা, তুমি কী ভাবিয়া দেখোনি কখনও এমতাবাস্থায় বিরিয়ানির মূল্য খামোখা প্লেট প্রতি ২৫/- টাকা বা ৬০/- টাকা কী করিয়া হইতে পারে? মটন রোলের মূল্য কী রূপে ২০/- টাকা হইতে পারে?

তুমি কেবল ভক্ষণ করিয়া আসিয়াছ এবং ধন্যি তোমার পৌষ্টিকতন্ত্র, সাক্ষাৎ অগস্তমুণির বংশধর বলিয়া কথা, সবই তুমি অক্লেশে এমন হজম করিয়াছ, ইল্বল আসিয়া বাতাপি বলিয়া হাঁক-ডাক করিলেও এক্ষণে তোমাদিগের জঠর হইতে জীবিত বা মৃত কোনো প্রাণীর নির্গমনেরই বিশেষ আশা দেখি না। এক্ষণে তুনি নিরামিশাষী হইবার কথা ভাবিতেছ? ভাবো। এক্ষণে তুমি মৎস বিনা আর কোনওরূপ আমিষ ভক্ষণ না করিয়া ভেগান হওয়া যায় কি না ভাবিতেছ- ভাবো। প্রশ্ন একটাই, মৃত বিড়াল-কুক্কুর-শূকর-গোবৎস প্রকাশ্যে সবকিছু খাইয়া তুমি হজম করিলে, আপত্তি করিলে না তবে প্রকাশ্যে ‘চুমু খাওয়াতে’ ‘নেপোয় দই মারিল’ সদৃশ আচরণ করিয়া তোমাদিগের এই ক্রোধের কারণ কী- ইহা কি তুমি কদাপি ভাবিয়া দেখিয়াছ?

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SARASIJ SENGUPTA SARASIJ SENGUPTA

Associate Professor Department of Bengali St. paul's C.M. College

Comment