ডাব্বু রত্নানির ক্যালেন্ডার নিয়ে লোকের এত উৎসাহ কেন
এই ক্যালেন্ডারে তারিখ চিহ্নিত করে রাখলে তা খুঁজে পাওয়া দায়
- Total Shares
জনসংখ্যার এক তৃতীয়াংশ এখন আর হাতঘড়ি ব্যবহার করে না। কারণ প্রত্যেকের স্মার্টফোনে এখন একটি ঘড়ি, একটি ক্যালেন্ডার ও দিনপঞ্জি লিপিবদ্ধ করার জন্য একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। আর, এই যুগেও, বলিউড বিরাট অনুষ্ঠান করে ক্যালেন্ডার প্রকাশ করে চলেছে।
এই ক্যালেন্ডার এক ঝলক দেখলে আপনি ডাব্বু রত্নানির ছবির প্রেমে পড়ে যেতে বাধ্য। কিন্তু তাই বলে ২০১৯ সালে একটি পূর্ণাঙ্গ ক্যালেন্ডার দিয়ে লোকে করবেটা কী? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ক্যালেন্ডারটি একটু কাটাছেঁড়া শুরু করলাম। কাটাছেঁড়া করে মনে হলে এই ক্যালেন্ডারটি কিন্তু বেশ কাজের। বলিউডের গত ২০ বছরের ইতিহাস সম্মিলিত ক্যালেন্ডারটি সত্যি সত্যিই সংগ্রহে রেখে দেওয়ার মতো।
সিনিয়র বচ্চনকে সহজে টুইটার থেকে সরিয়ে দেওয়া যাবে না
২০০০ সালের ঘটনা। জনপ্রিয় চিত্রগ্রাহক ডাব্বু তখন সবে সবে ইন্ডাস্ট্রিতে এসেছেন। ২০০০ সালের শুরুর লগ্নের উৎসাহটা নিশ্চয়ই মনে আছে। ২০০০ সালকে কি কম্পিউটারে ০০ হিসেবে দেখাবে? এই ধরণের আরও হাজারও প্রশ্ন। আর ঠিক সেই বছরেই ডাব্বু সংগ্রহে থাকা ১২টি ছবিকে একত্র করে উপহার দেওয়ার কথা ভেবেছিলেন।
এর ফল কী হয়েছিল?
ডাব্বুর এই আইডিয়া প্রথম দিন থেকেই সুপারহিট। কী ভাবে? চলে আসুন ২০১৯ সালে। যখন ক্যালেন্ডার নিষ্প্রয়োজন। অথচ শুধুমাত্র একটি ক্যালেন্ডার প্রকাশের জন্য জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে।
এই ক্যালেন্ডারে সর্বদাই সেলিব্রিটি হিসেবে রয়ে গিয়েছেন অমিতাভ বচ্চন। সিনিয়র বচ্চনকে এখন কী ভাবে টুইটার থেকে সরানো যাবে তা নিয়ে সত্যিই চিন্তাভাবনা করতে হচ্ছে।
অন্তর্বাসহীন সানি লিওনের ছবি আর কোথায় পাওয়া যাবে?
আপনি আপনার অবসর সময় কী ভাবে কাটাবেন তা নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। কোনও রকম বিতর্ক ছাড়া, কোনও রকম ভাবে আপনার আঁতে ঘা না দিয়েই আমরা এই কথাটি বলছি। এই ধরণের ছবি এই ক্যালেন্ডার ছাড়া আর অন্য কোথাও দেখতে পাবেন না।
বিদ্যার জন্য কেউ কি নতুন চরিত্র রচনা করছেন?
বলিউডের নারী ক্ষমতা নিয়ে আমরা যতই কথা বলি না কেন, এই ইন্ডাস্ট্রি খুব সহজে মহিলাদের পণ্য হিসেবে প্রতিপন্ন করা বন্ধ করবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা মহিলাদের পণ্য হিসেবে দেখা বন্ধ না করব। আর, তাই তো ডাব্বু রত্নানি বলিউড তারকাদের তাঁদের সাহসী অবতারে ফ্রেমবন্দি করতে পছন্দ করেন। আলিয়া ভট্ট থেকে শুরু করে অনুষ্কা শর্মা এমনকি বিদ্যা বালান পর্যন্ত -- সকলকেই।
একটু গলার ব্যায়াম করে নেওয়া যাক
এবং টাইগার শ্রফ তো 'মিরাকেল' ঘটানোর জন্য রয়েছেনই।
এগুলো অবশ্য এ বছরের ছবি নয়। কিন্তু তা সত্ত্বেও এই ছবিটি কিন্তু এই ক্যালেন্ডারটির ইউএসপি হয়ে উঠেছে। তারকাদের তাঁদের সেরা ফর্মে বন্দি করে রাখা। এর মধ্যে কয়েকটি ছবি তো ঈশ্বর ও ফোটোশপের উপর নতুন করে আপনার বিশ্বাস জন্মাতে বাধ্য করবে।
কার্তিক আরিয়ান ও তাঁর পোষ্য বিড়ালগুলো
সম্প্রতি খবরের শিরোনামে ছিলেন কার্তিক আরিয়ান কারণ তাঁর প্রতি নাকি সারা আলি খানের দুর্বলতা তৈরি হয়েছে। এই দুর্বলতার ফলে সারার সঙ্গে একটি সিনেমা করার সুযোগও পেয়ে গেছেন তিনি।
ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন ডাব্বু। বাড়িতে কার্তিক তাঁর বিছনা কার সঙ্গে ভাগ করেন তাই গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন তিনি।
২২ জন তারকার ছবি তুলতে (মানে মাসে দুটো করে) বেশ অনেকটা সময়ই ব্যয় হয়। আসলে চিন্তাভাবনাটা শুরু হয় বছরের মধ্যিখানে আর ছবি তোলা শুরু হয় দীপাবলির পর থেকে। সম্প্রতি এই চিত্রতারকা আবার ছবি তোলার সময়কার (ক্যামেরার পিছনের) ভিডিয়োগুলোও প্রকাশ করছেন। আর, আমরা যেহেতু 'নেপথ্য' নিয়ে সর্বদাই উৎসাহী তাই ভিডিয়োগুলো প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়া যেন ফেটে পড়ছে।
কিংফিশার ক্যালেন্ডার তো বহুদিন অতীত হয়েছে। এই পরিস্থিতিতে মানুষের আর কি-ই বা করার আছে।
লেখাটি পড়ুন ইংরেজিতে