শুভমকে ওপেন করতে পাঠানোর খেসারত দিতে হল দীনেশ কার্তিকদের

এখনও অবধি আমি কেকেআরকে শেষ চারে দেখতে পাচ্ছি

 |  2-minute read |   07-05-2018
  • Total Shares

এক তরুণ ক্রিকেটার ব্যাপক ছন্দে ছিলেন, কিন্তু তাঁর অভিজ্ঞতা সীমিত। প্রথমবার আইপিএলে খেলছেন, এখনও জাতীয় দলে অভিষেক ঘটেনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার ঝুলি বলতে শুধুমাত্র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তাঁকেই রবিবার দুম করে ওপেন করতে পাঠিয়ে দিলেন দীনেশ কার্তিক যা নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত। আর এই ভুলের মাসুল গুণতে হল কেকেআরকে। মুম্বাইয়ের মাঠে মুম্বাই সবসময়ই কেকেআরের কাছে বড় গাঁট। শনিবার সেই বাধা টপকানোর সুযোগ এসেছিল, যা হেলায় হারাল কেকেআর।

body_050718025805.jpgশুভমকে ওপেন করতে পাঠানো ভুল সিদ্ধান্ত ছিল

আইপিএলের মতো মারকাটারি টুর্নামেন্ট, যেখানে ব্যাটসম্যানরা রাজত্ব করে থাকেন, সেখানে ১৮১ রান কোনও মতেই বড় স্কোর নয়। কিন্তু ইনিংস তাড়া করার শুরুতেই ধাক্কাটা খেল কেকেআর। সুনীল নারিন অসুস্থ হয়ে পড়লেন। এ বারের আইপিএলে ওপেনার নারিন ব্যাট হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। শুরুটা তিনিই করে দিচ্ছেন যাতে প্রথম ছ'ওভারে কেকেআরের স্কোর ভালো জায়গায় পৌঁছে যায়। কিন্তু বিধি বাম, মুম্বাইকে বাগে পেলেও নারিনকে ওপেনার হিসেবে পেল না কেকেআর।

body2_050718025855.jpgব্যাট হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন নারিন

নারিনকে না পাওয়ার পাশাপাশি ক্রিকেটীয় চালেও ভুল খেললেন দীনেশ কার্তিক, শুভম গিলকে ওপেন করতে পাঠিয়ে। ছেলেটা নিজের পজিশনে ছন্দে আছেন। সেই পজিশনেই তাঁকে নামানো উচিৎ ছিল। ওই জায়গায় খেলে দু'দুটি ম্যাচ কেকেআরকে বের করে দিয়েছে ছেলেটা। খামোখা ম্যাচ উইনারকে অস্বস্তিতে ফেলে দেওয়ার মানে হয় না। ছ'ওভারের সুবিধা নিতে গিয়ে দলের স্বার্থে নিজের উইকেটটা অল্প রানে খোয়ালেন শুভম।

কেকেআরের টিম ব্যালান্স কিন্তু একদম ভালো নয়। এই পরিস্থিতিতে যে ক'জন ক্রিকেটার ছন্দে রয়েছেন তাঁদের উপরে বাড়তি দায়িত্ব রয়েছে। তাঁরা নিজেদের ছাপিয়ে যেতে পেরেছেন বলেই আজ কেকেআর পয়েন্টস তালিকার উপরের দিকে রয়েছে।

body1_050718030102.jpgকেকেআরের শেষ যাওয়ার সম্ভাবনা এসখনও কুলদীপ আর পীযূষও মুম্বাইয়ের বিরুদ্ধে নিরাশ করেছেন। বেশি রান দিয়েছেন একই সঙ্গে দু'জনেই কোনও উইকেট দখল করতে পারেননি। এই স্পিন জুটির উপর কেকেআর অনেকটাই নির্ভর করছে। তাই তাঁরা যত তাড়াতাড়ি ছন্দে ফিরবেন কেকেআরের পক্ষে ততই মঙ্গল।

এখনও অবধি, আমি কিন্তু কেকেআরকে শেষ চারে দেখতে পাচ্ছি।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SATRAJIT LAHIRI SATRAJIT LAHIRI

Former Ranji cricketer from Bengal, Level C & III Coach of BCCI & UK, 1st Class Umpire.

Comment