শনিবারে হায়দরাবাদে হায়দরাবাদের বিরুদ্ধে কঠিনতম ম্যাচ কেকেআরের
আত্মতুষ্টিতে ভুগবে হায়দরাবাদ, কার্তিকদের এই সুযোগ কাজে লাগাতে হবে
- Total Shares
শনিবার এই আইপিএলের কঠিনতম ম্যাচটি খেলতে চলেছে কেকেআর। হায়দরাবাদের বিরুদ্ধে হায়দরাবাদে। এ বছরের আইপিএলের সেরা দলটির বিরুদ্ধে জয় পেলে শেষ চারে কেকেআরের জায়গা নিশ্চিত। হেরে গেলে অন্য দলের জেতা হারা বা রানরেটের জটিল অঙ্কের উপর নির্ভর করবে কেকেআরের শেষ চারের ভাগ্য।
এখন প্রশ্ন হলো এই ম্যাচ ঠিক কতটা কঠিন হবে কেকেআরের কাছে?
ইডেনে এসে কেকেআরকে হারিয়ে গেছে হায়দরাবাদ। দলের বেশ কয়েকটি ক্রিকেটার দুরন্ত ছন্দে রয়েছে। সব চেয়ে বড় কথা হায়দরাবাদের টীম কম্পোজিশনটা দুর্দান্ত। তার উপর আবার ঘরের মাঠে খেলার সুবিধা। উল্টোদিকে, জয়ের মধ্যে থাকলেও কেকেআরের যে ধারাবাহিকতার অভাব রয়েছে তা আমরা মুম্বাই ম্যাচটিতে বুঝেছি। এই পরিস্থিতিতে হায়দরাবাদে গিয়ে হায়দরাবাদকে হারান সত্যিই কঠিন।
কঠিনতম ম্যাচটি খেলতে চলেছে কেকেআর
তবে তিনটি বিষয় কিন্তু কেকেআরের পক্ষে যাবে। এক ম্যাচটিতে আন্ডারডগ হিসেবে খেলতে নামবে কেকেআর। তাদের আর হারানোর কিছুই থাকবে না। সুতারং, নির্ভয় খেলতে পারবে দীনেশ কার্তিকের এবং এই পরিস্থিতিতেই একটি দল যে নিজেদের ছাপিয়ে যেতে পারে তার উদাহরণ আমরা অতীতে বহুবার পেয়েছি। এবার দেখা যাক শনিবার সন্ধ্যেবেলা নাইটরা নিজেদের আদৌ ছাপিয়ে যেতে পারেন কিনা।
কিছুটা হলেও আত্মতুষ্টিতে ভুগবে হায়দরাবাদ। তাদের এই আত্মতুষ্টিকে কাজে লাগাতে হবে কেকেআরকে। ইতিমধ্যেই, প্লেঅফে জায়গা করে নিয়েছে সাকিবরা। সুতারং, নকআউটের আগে প্রথম দলের কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে নতুনদের পরখ করে নিতে পারে হায়দরাবাদ। সে ক্ষেত্রে কিন্তু সুবিধা পাবে কেকেআর।
দুরন্ত ছন্দে রয়েছে হায়দরাবাদ
গত দুটি ম্যাচে অসাধারণ খেলেছে কেকেআর। সেই জয়ের ধারাকে ধরে রাখতে হবে কেকেআরকে। জয়ের ছন্দটাকে ধরে রাখতে পারলে কেকেআরের সজয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে। নাইটদের উচিৎ যাবতীয় হিসেবে নিকেশ ভুলে গিয়ে শুধুমাত্র হায়দরাবাদ ম্যাচটির উপর মনোনিবেশ করা।
মঙ্গলবারের কেকেআর তো অসাধারণ ছিল। সব কিছুই যেন কেকেআরের পক্ষে গিয়েছে। একটা সময় মনে হয়েছিল দুশো রানের বেশি করে ফেলবে রাজস্থান। কিন্তু সেখান থেকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে রাজস্থানকে ১৪২ রানে আটকে দিয়েছে কেকেআর। মূলত কুলদীপের উপর ভর করে। রান তারা করতে গিয়ে খুব একটা ভুল করেনি কেকেআর। শুরুতেই একটি ছোট অথচ কার্যকরী ইনিংস খেলে দিয়েছেন নারিন। কার্তিকেরা মাথা ঠান্ডা রেখে ১৮ ওভারেই ম্যাচ বের করে নিয়েছে। আরও একটা সুবিধা হয়েছে এই ম্যাচ জিতে। রানরেটটা অনেকটাই বাড়ান গেছে।
হায়দরাবাদে এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তো কেকেআর? উত্তর খুঁজতে গোটা বাংলার সঙ্গে আমিও অপেক্ষা করে রয়েছি।