গেইল ডিভিলিয়ার্সদের ছাপিয়ে এখন আইপিএলের সেরা ব্যাটসম্যান রাসেল
মহম্মদ সামিকে দেখে কষ্ট হচ্ছিল, রাসেলের ক্যাচ ফস্কাতেই ছন্দ কাটল তাঁর
- Total Shares
সোমবার সন্ধ্যার ইডেনে আন্দ্রে রাসেল তখনও ভয়ঙ্কর হয়ে ওঠেননি। দু'বলে সাত রানে ব্যাট করছিলেন তিনি। বল হাতে মহম্মদ সামি। সামির স্লোয়ারটা ঠিক মতো আঁচ করতে না পেরে চালালেন রাসেল। লং অনে লোপ্পা ক্যাচ ফস্কালেন জ্যাসন রয়। এই মুহূর্তে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সদের ছাপিয়ে আইপিএলের সেরা ব্যাটসম্যান রাসেল। আর সেরা ব্যাটসম্যানের ক্যাচ ফস্কাবার খেসারত তো দিতেই হবে। খেসারত দিতেও হলো গৌতম গম্ভীরদের। গৌতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, ক্যারিবিয়ান মাস্টারব্লাস্টার কী ভাবে তাঁর পুরোনো দলের স্কোর ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন।
আমার কষ্ট হচ্ছিল মহম্মদ সামিকে দেখে। ক্লাব ক্রিকেটে ও খেলেছে আমার অধিনায়কত্বে। গতকাল অনেকদিন বাদে দেখা হল। ম্যাচ শুরুর আগে বেশ কিছুক্ষণ কথাও বললাম আমরা। চোট সারিয়ে সবে মাঠে ফিরেছেন সামি। কথা বলে বুঝতে পারলাম, আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ম্যাচের প্রথম বল থেকেই অনবদ্য ছিলেন তিনি। কিন্তু ওই ড্রপ ক্যাচের বলেই তাঁর ছন্দটাই কেঁটে গেল। উল্টোদিকে, ম্যাচে জাঁকিয়ে বসল কেকেআর।
১২ বলে ৪১ রানের ইনিংসে ছ'টা ছয়, একটাও চার নেই। ভাবতে পারেন?
রাসেলকে যোগ্য সহায়তা দিলেন নীতিশ রানা
কি অনবদ্য একটা ইনিংস খেললেন রাসেল! ইডেনের মাঠের আয়তন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। তা সত্বেও অবলীলাক্রমে গ্যালারিতে বল পাঠালেন তিনি। ১২ বলে ৪১ রানের ইনিংসে ছ'টা ছয়, একটাও চার নেই। ভাবতে পারেন?
ইডেনের উইকেট এখন অনেকটাই পাটা। বলতে পারেন, ব্যাটসম্যানদের কাছে স্বর্গ রাজ্য। একটা সময় মনে হচ্ছিল কেকেআর ১৭০ মতো তুলতে পারবে। তা যদি সত্যি হত তা হলে ম্যাচের ফলাফল অন্যরকম হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এই উইকেটে ১৭০ তুলে ফেলা দিল্লির কাছে খুব একটা কঠিন হত না। কিন্তু ওই ক্যাচ ফস্কানোর পরেই তো জ্বলে উঠলেন রাসেল। ১৭০ কে ২০০ করে দিয়ে গৌতম গম্ভীরদের চাপে ফেলে দিলেন।
রাসেলকে যোগ্য সহায়তা দিলেন নীতীশ রানা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত দু'বছর অনবদ্য খেলেছিলেন তিনি। তাই তো এবার কেকেআর রানাকে দলে নিতে ঝাঁপিয়েছিল। রানাও সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছেন।
দু'টি ম্যাচ হেরে আবার জয় ফিরল কেকেআর। তার চেয়ে বড় কথা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বেশ কয়েকজন ক্রিকেটার ফর্মে রয়েছেন। অধিনায়ক হিসাবে দীনেশ কার্তিকও ক্রমশ থিতু হচ্ছেন। বুধবারের কেকেআর কিন্তু এ বছরের আইপিএলে বিপজ্জনক হয়ে ওঠার পক্ষে একেবারে আদর্শ।