আইপিএল নিলামে উপেক্ষার জবাব দিতেই বাইশ গজে জ্বলে উঠেছেন ক্রিস গেইল

কেকেআর সমর্থকদের ভেঙে পড়ার কোনও কারণ নেই, এখনও শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে কার্তিকদের

 |  2-minute read |   22-04-2018
  • Total Shares

যে কোনও পেশাতেই চরিত্র বলে একটি ব্যাপার থাকে। চরিত্রবানরা জানেন কী ভাবে নিজেদের খারাপ সময় থেকে বের করে আনতে হয়। অবহেলায় বা সমালোচনায় ভেঙে পড়েন না তাঁরা। উল্টে, উপেক্ষাকেই হাতিয়ার করে আবার নিজেদের প্রমাণ করেন তাঁরা।

আইপিএলে চরিত্রের খোঁজ করতে বসলে আমার সেরা বাজি শনিবারের ক্রিস গেইল। আইপিএল নিলামে উপেক্ষা করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এই তারকাকে। আর আইপিএলের শুরু থেকেই জ্বলে উঠেছেন তিনি। শনিবারও ইডেনে ৩৮ বলে ৬২ রানে অপরাজিত থেকে গেলেন তিনি।

কেকেআর কী কি ভুল করেছে ম্যাচ শেষে তা নিয়ে বিশ্লেষণ করছিলাম। না, গতকাল কেকেআর কোনও ভুল করেনি। ভুল করেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। নিলামে গেইলকে উপেক্ষা করে। যার খেসারত গতকাল কেকেআরকে দিতে হল। ক্রিস গেইল যে দিন ছন্দে থাকেন, সে দিন বিপক্ষ দলের বিশেষ কিছুই করবার থাকে না। শনিবার ইডেনে ছন্দে ছিলেন গেইল আর তাই কেকেআরকে পরাজয় স্বীকার করে নিতে হল।

body2_042218014828.jpgক্রিস গেইল যে দিন ছন্দে থাকেন সে দিন বিপক্ষ দলের বিশেষ কিছুই করবার থাকে না

আর একজন ব্যাটসম্যানের কথা বলতেই হবে - কে এল রাহুল। খুব সম্ভবত এই বছরের আইপিএলের সেরা ওপেনিং জুটি গেইল-রাহুল জুটি। একজন ডান হাতি, অন্যজন বাঁহাতি। এ বছরে ভালো কিছু করতে দুজনেই বদ্ধপরিকর। আর দুজনেই অবলীলাক্রমে তা করে দেখাচ্ছেন।

গত বছরে তুলনায় এ বারের গেইলকে বেশ ভালো লাগছে। দেখে মনে হচ্ছে শারীরিক ও মানসিক দিক থেকে বেশ ফিট তিনি। ক্রিজে নড়াচড়াও বেশ ভালো করছেন। যে রকম ছন্দে রয়েছেন তাতে আরও কয়েকটি দলকে ভোগাবেন তিনি। ওয়ার্নার ও স্মিথকে আমরা মিস করছি। আইপিএলের জন্য ভালো খবর যে এই পরিস্থিতিতে ক্রিস গেইল ও এ বি ডিভিলিয়ার্স ছন্দে রয়েছেন।

body_042218014853.jpgখুব সম্ভবত এই বছরের আইপিএলের সেরা ওপেনিং জুটি গেইল-রাহুল জুটি

ম্যাচের বিশ্লেষণ করতে বসলে শুধু একটা কথাই বলতে পারি শনিবার কেকেআরের আরও কুড়ি তিরিশ রান বেশি করা উচিৎ ছিল। কেকেআরের স্কোর দু'শো ছাড়িয়ে গেলে পঞ্জাব এতটা সহজে ম্যাচ জিততে পারত না।

তাই বলে কেকেআর সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। এখনও শেষ চারে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কেকেআরের। বেশ কয়েকজন অনবদ্য খেলোয়াড় রয়েছেন কলকাতা দলে। এদের মধ্যে অনেকেই ছন্দের রয়েছেন। তবে এ বছরের দলটা নতুন। তাই সঙ্ঘবদ্ধ হতে কিছুটা সময় লাগবে। একটু সময় দিলে কেকেআরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে।

body1_042218014927.jpgকেকেআর সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই

কেকেআর টিম ম্যানেজমেন্ট খুব ভাবনা চিন্তা করেই দল গঠন করেছেন। কিন্তু মনোজ তিওয়ারি, মহম্মদ সামি বা ঋদ্ধিমান সাহার মতো বাংলার একজন ক্রিকেটারকে নেওয়া উচিৎ ছিল। আইপিএল ফরম্যাটে কেকেআরকে বেশ অনেকগুলো ম্যাচ ইডেনে খেলতে হবে। তাই ঘরের ছেলেরা থাকলে বাড়তি সুবিধা পেত।

তবে গতকাল কলকাতার নাগরিক হিসেবে এই শহরের দর্শকদের জন্য বেশ গর্ববোধ হচ্ছিল। দলে একটিও ঘরের ছেলে নেই। তা সত্ত্বেও, ইডেনের গ্যালারি হাউসফুল ছিল। কলকাতার দর্শক মাঠ ভরিয়েছিলেন ভালো ক্রিকেট দেখতে। ক্রিস গেইল তাঁদের নিরাশ করেননি।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SAFI AHMED SAFI AHMED

Former Ranji Trophy cricketer for Bengal. BCCI pitch curator.

Comment