বৃহস্পতিবারের ইডেন পেয়ে গেল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের মহাতারকাকে
একদিন বিশ্ব ক্রিকেটকে শাসন করার সমস্ত উপাদান শুভম গিলের মধ্যে রয়েছে
- Total Shares
আর ক'বছরই বা খেলবেন? মেরে কেটে এক বছর। তিনি নিজেও নিজের ক্রিকেট জীবনের সীমাবদ্ধতা মেপে দিয়েছেন - ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। সে ক্ষেত্রে আইপিএলে হয়ত আর এক বছর দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। অথচ ক্রিকেট জীবনের শেষ লগ্নে এসেও দুর্দান্ত ছন্দে রয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক। বৃহষ্পতিবার সন্ধ্যাবেলা ইডেন গার্ডেন্সেও একটি অনবদ্য ইনিংস খেললেন তিনি। আর 'শেষ লগ্নের' ধোনির অনবদ্য ইনিংসটির কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় ক্রিকেট পেয়ে গেল ভবিষ্যতের মহাতারকাকে, তাঁর নাম শুভম গিল।
ভারতীয় বা বিশ্বক্রিকেটের মহাকাশে শুভম কী ভাবে আবির্ভূত হবেন তার উত্তর ভবিষ্যতের গর্ভে। তবে, শুভমের মহাকাশে অবতীর্ণ হওয়ার পথটা বেশ মসৃণ। বৃহস্পতিবার ধোনি যে অভাবটা উপলব্ধি করলেন, দীনেশ কার্তিককে ঠিক সেই অভাবটাই পুষিয়ে দিলেন শুভম। যোগ্য পার্টনার পাচ্ছিলেন না ধোনি, পেলে কিন্তু চেন্নাইয়ের রান আরও কিছুটা বাড়তে পারত। উল্টোদিকে কার্তিককে একটা সময় অবধি যে ভাবে সহায়তা করে গেলেন শুভম, তাতেই কেকেআরের জয়ের পথটা সহজ হয়ে গেল।
ক্রিকেট জীবনের শেষ লগ্নে জ্বলে উঠছেন ধোনি
ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পথে শুভম গিল
কী ছিল না শুভমের এই ছোট অথচ রাজকীয় ইনিংসে। উইকেটের চার পাশে শট খেলেছেন তিনি। আলতো টোকায় কভার ড্রাইভে একটি অনবদ্য চার মারলেন। সেই শটটি দিনের সেরা। সত্যি, শুভমের টাইমিংয়ের জবাব নেই। আগের দিন আমি লিখেছিলাম যে এই আইপিএল স্পিনারদের আইপিএল হয়ে উঠতে চলেছে। ইডেনে আবার তার প্রমাণ মিলল। কেকেআরের তিন স্পিনারকে দেখুন - নারিন, পীযূষ ও কুলদীপ। তিনজনেই অনবদ্য বল করে গেলেন।
তবে খেলা দেখতে দেখতে একটা সময় বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আইপিএলে ফিল্ডিং স্ট্যান্ডার্ড বরাবরই উল্লেখযোগ্য। কিন্তু বৃহস্পতিবারের ইডেনে তো ক্যাচ ফস্কাবার প্রদর্শনী শুরু হয়ে গিয়েছিল। এ বছরের আইপিএলে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ ক্যাচ ফস্কাতে দেখেছি যা ম্যাচের ফলও বদলে দিয়েছে। কিন্তু বৃহস্পতিবারের ইডেন সকলকে ছাপিয়ে গেল।
কেকেআরের সেমিফাইনাল উঠবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে
আগের দিন হিসেবে কষে বুঝিয়েছিলাম যে কেকেআরের সেমিফাইনাল উঠবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এক নম্বর দলকে হারিয়ে তিন নম্বরে উঠে এসে কেকেআর সেই সম্ভাবনাই আরও উজ্জ্বল করল।