হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা, লড়াইটা ভারতীয় পেসার ও ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে হবে
সিরিজে ২-০ তে পিছিয়ে থেকে ২-২ করার নজির ভারতীয় ক্রিকেট দলের রয়েছে
- Total Shares
সিরিজটা এখন অনেক ওপেন মনে হচ্ছে। তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া অনবদ্য খেলে ঘুরে দাঁড়িয়েছে। আপামর ভারতবাসীর তাই এখন একটাই প্রার্থনা - কোনও মতে এই টেস্টটা জিতে ভারত সিরিজের ফলাফল ২-২ করুক। সে ক্ষেত্রে, সিরিজের টেস্টটা কার্যত ফাইনাল হয়ে যাবে।
এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি পারবে ২-০ থেকে উঠে এসে সিরিজের ফলাফল ২-২ করতে ?
ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে এর আগে ভারত দু'বার ২-০ তে পিছিয়ে পড়ে সিরিজ ২-২ করে ছিল। বিষেণ সিং বেদীর নেতৃত্বে ১৯৭৮-৭৯ সালে অস্ট্রেলিয়াতে ২-২ তে পিছিয়ে পরে পরের দুটি টেস্ট জিতে সিরিজ ২-২ করে ছিল ভারত। কিন্তু সিরিজের শেষ টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করে ছিল ভারত।এর বছর চারেক আগে ১৯৭৪-৭৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দু'টি হেরে গিয়ে ছিল। এর পর কলকাতা ও চেন্নাই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। কিন্তু এই সিরিজেও মুম্বাইয়ে শেষ টেস্টে হেরে গিয়ে ছিল ভারত।
দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় পেসাররা
ইতিহাসে দু'দুটি নজির রয়েছে। তার পর ভারতীয় পেস ব্যাটারি যে ফর্মে রয়েছে তাতে ২-২ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে এই পরিস্থিতিতে ইংল্যান্ডও বহু সময়তে ঘুরে দাঁড়িয়েছে। শেষ টেস্টে ভারতীয় বোলাররা ভালো বল করেছে মানছি। ইংল্যান্ড ব্যাটসম্যানরাও কিন্তু রান পাননি। রানে ফিরতে কিন্তু একটি মাত্র ইনিংস লাগে। একটি ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেলে কিন্তু তাঁরা ফের ছন্দে ফিরে আসবেন।
ভারত হয়ত প্রথম একাদশে কোনও পরিবর্তন আনবে না। তাই করা উচিৎ বিরাট কোহলিদের। সে ক্ষেত্রে খেলাটা ভারতীয় পেসার বনাম ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যেই হবে।
আরও একটি হাডাহাড্ডি লড়াইয়ের জন্যে প্রস্তুত হচ্ছি আমরা। আমি বলব এই ম্যাচে দুই দলেরই ফিফটি-ফিফটি সুযোগ রয়েছে।