অস্ট্রেলিয়া জয় সম্পন্ন, এবার পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা
শেষ ভারত-পাকিস্তান টেস্ট হয় ২০১৭য়, এই দলের কেউই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেননি
- Total Shares
বিশ্বের যে কোনও একটি দেশের ক্রিকেটারকে জিজ্ঞেস করুন, "জাতীয় দলের ক্রিকেটার হিসেবে কোনও দেশ থেকে সিরিজ জিতে ফিরতে পারলে আপনি গর্ববোধ করবেন?" একটাই উত্তর পাবেন, "অস্ট্রেলিয়া"। অ্যালান বর্ডার , স্টিভ ওয়, কিংবা রিকি পন্টিংদের দেশ থেকে সিরিজ জিতে ফেরার মাদকতাই যে আলাদা ধরনের। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের দেশ যেন যে কোনও ক্রিকেটারের কাছে 'ফাইনাল ফ্রন্টিয়ার'। এ দেশে সিরিজ জেতা মানে ক্রিকেট জীবনে 'সব পেয়েছি'। জিততে না পারা মানে, ক্রিকেট জীবনের সমস্ত সাফল্যের পরেও কোথাও যেন একটা কালির ছিটে রয়ে গেল।
এবার এই একই প্রশ্ন ভারতীয় দলের ক্রিকেটারদের করুন। দেখবেন দলের অধিকাংশ ক্রিকেটারই কেমন যেন একটা দোটানায় পড়ে গেছেন। ক্রিকেট দক্ষতা প্রমাণ করতে হলে অবশ্যই অস্ট্রেলিয়ার কথা বলতে হবে। কিন্তু দেশাত্মবোধ বা জাতীয়তাবাদ তো বলছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারাতেই হবে। অধিকাংশ ভারতীয় ক্রিকেটারই চান ক্রিকেট জীবনে একবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাতে।
সীমান্তের ওপারেও পরিস্থিতিটা একই রকম। অধিকাংশ পাকিস্তানী ক্রিকেটারই চান এ দেশে এসে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে দেশে ফিরতে।
ভারত পাকিস্তান ম্যাচের মাদকতাই আলাদা [ছবি: রয়টার্স]
আসলে দেশভাগের পর থেকেই দুই দেশের সম্পর্কে অচলাবস্থা চলেই আসছে। আর এই রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। ১৯৪৭ সালে দেশভাগ হয়েছিল। তার পর নয় নয় কেটে গিয়েছে একাত্তরটি বছর। আজও ক্রিকেট মাঠে এই দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী রয়ে গেছে। ভারত বা পাকিস্তান কিংবা বিশ্বের যে কোনও নিরপেক্ষ মাঠে এই দু'টি দেশ যখনই মুখোমুখি হয় তখনই সেই ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে থাকে।
২০১৮ সালের ৯ সেপ্টেম্বর এই দুই দেশ দুবাইয়ে মুখোমুখি হয়েছিল এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৩৭ রান তুলেছিল পাকিস্তান। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারত। দুই ভারতীয় ওপেনারই- রোহিত শর্মা ও শিখর ধাওয়ান - শতরান করেছিলেন। ২০১৬ সালে এই দু'টি দেশ শেষ বারের জন্য টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের ম্যাচে। সেই ম্যাচে পাকিস্তানের করা ১১৮ রান চার উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে তুলে ফেলেছিল ভারত।
এবার আসা যাক টেস্ট ক্রিকেটে। ভাবলে অবাক হবেন, ভারত পাকিস্তান শেষ বার টেস্ট সিরিজ খেলেছিল ২০০৭ সালের শীতকালে। তিন টেস্টের সিরিজ শুরু হয়েছিল দিল্লিতে ২২ নভেম্বর। ভারত জিতেছিল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হয়েছিল কলকাতা ও বেঙ্গালুরুতে। দু'টি টেস্টই ড্র হয়েছিল। উল্টোদিকে, ভারতীয় দল ২০০৫-০৬ সালে শেষ বারের জন্য পাকিস্তান সফরে গিয়েছিল। তিন টেস্টের সিরিজে একটি টেস্ট জিতেছিল পাকিস্তান। বাকি দুটি টেস্ট ড্র হয়েছিল।
দু'দেশের নেতা মন্ত্রীরা বৈঠকে মিলিত হতে পারেন, কিন্তু ক্রিকেটাররা টেস্ট ম্যাচে মুখোমুখি হতে পারেন না [ছবি: রয়টার্স]
এই পরিসংখ্যান থেকে একটি আশ্চর্যজনক তথ্যও বেরিয়ে আসছে। বর্তমান ভারতীয় টেস্ট দলের একজন ক্রিকেটারও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেননি।
দুই দেশের কূটনৈতিক অবস্থানের জন্যই এই পরিণাম। দুই দেশের নেতা মন্ত্রী-আমলারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আলচনার জন্য মুখোমুখি হতে পারেন, কিন্তু দুই দেশের টেস্ট সিরিজের কথা উঠলেই দুই দেশের জাতীয়তাবাদীরা রীতিমতো ক্ষেপে ওঠেন। তাদের নিদান, পাকাপাকি ভাবে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে কোনও 'ক্রিকেট সম্পর্ক' রাখা যাবে না।
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে হিমাচলের ধর্মশালাতে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই ম্যাচ অন্যত্র সরাতে বলেছিল পাকিস্তান। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংও নিরাপত্তা দেওয়া নিয়ে নিশ্চিত ছিলেন না বলে জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে কলকাতায় খেলতে আহ্বান জানান। এবং শেষ পর্যন্ত দুই দেশ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়।
এর আগেও দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে দেওয়া থেকে শুরু করে প্রতিবাদ মিছিল, শাসানি থেকে চোখ রাঙানি -- দুই দেশের টেস্ট ম্যাচকে কেন্দ্র করে এরকম অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু কেন ঘটেছে তার কোনও পরিষ্কার জবাব প্রতিবাদকারীরা দিতে পারবেন না।
সচিন শোয়েবরা তো ভারত পাকিস্তান ম্যাচে ক্রিকেট লোকগাথার সৃষ্টি করেছেন [সৌজন্যে: ইন্ডিয়া টুডে]
উল্টোদিকে, ভারত পাকিস্তান ম্যাচ কেন খেলা হবে তার উত্তর দু'দেশের ক্রিকেটাররা বারংবার দিয়েছেন। কপিল দেব থেকে শুরু করে ইমরান খান, ইনজামাম উল হক থেকে সচিন তেন্ডুলকর, জাভেদ মিয়াঁদাদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, আমির সোহেল কিংবা সৈয়দ আনোয়ার থেকে বীরেন্দ্র শেহবাগ কিংবা রাহুল দ্রাবিড় - ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন এমন সব ক্রিকেট লোকগাথা তৈরি করেছেন তার নিদর্শন মেলা ভার।
ভারত পাকিস্তান ম্যাচ শুধুমাত্র কোনও ক্রিকেট-যুদ্ধ নয়। ভারত পাকিস্তান ম্যাচ মানে কতকটা জীবন যুদ্ধও বটে। আর, ভারতীয় ও পাকিস্তানী ক্রিকেটার ও দর্শকদের একটা প্রজন্ম এই যুদ্ধ থেকে বঞ্চিত থেকে যাওয়াটা কোনও কাজের কথা নয়।
বিরাট কোহলির ভারত অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে। এবার সেই দিনটি দেখতে চাই যেদিন রাওয়ালপিন্ডি বা লাহোর কিংবা করাচিতে সিরিজ জিতে তেরঙ্গা হাতে ভিক্টরি ল্যাপ করবেন বিরাটরা।