এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েও ভাবিনি এত ভালোবাসা পাব
এখন ছুটিতে আছি তাই ইচ্ছামতো খাওয়াদাওয়া করছি, মিষ্টি খাচ্ছি
- Total Shares
এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জয়ের পরে আমি যখন ভারতে এলাম তখন দেখলাম যে অনেকে আমাকে দেখার জন্য অপেক্ষা করছেন। এশিয়ান গেমসের আগেও আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু তখন আমাকে কেউ চিনতেন না, কেউ জানতেন না। আমি আগেও যা ছিলাম, এখনও তো তাইই আছি, কিন্তু অন্যরা হয়তো বদলে গেছেন, তাই তাঁরা আমাকে দেখতে এসেছিলেন, স্বাগত জানাতে এসেছিলেন।
এশিয়াডে সোনা জয়ের পরে স্বপ্না (এএফপি)
এই রকম ভাবে সকলে আমাকে নিয়ে মেতে উঠবেন, এত সংবর্ধনা, এত ভালোবাসা পাব তা সত্যিই কোনওদিন ভাবিনি। এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস প্রায় একই হয়। তবে গ্মস কিছুটা হলেও আলাদা। আমি কখনও ভাবিনি যে এত জন আমাকে দেখার জন্য অপেক্ষা করবেন। অনেকে তো কেঁদেও ফেললেন আমাকে দেখে। তাঁদের দেখে আমার চোখেও জল চলে এসেছিল।
আমাদের বাড়ির সামনের রাস্তাটি নতুন করে প্রশাসন করে গিয়েছে, তাই আমাদের গ্রামের লোক খুশি। তবে আমাকে তো অনুশীলনের জন্য এখন অনেকটা সময়ই আমার জেলা জলপাইগুড়ির বাইরে থাকতে হচ্ছে।
এতদিন আমাকে কেউ জানতেন না, তাই আমার উপর কারও কোনও প্রত্যাশা ছিল না। তাই এখন আমি কিছুটা ভাবিত, আমার বেশ ভয়ও করছে। আমার তো চোট-আঘাত লেগেই থাকে। সামনে টোকিয়ো অলিম্পিক্স। আমার স্বপ্ন আমি ওই অলিম্পিক্সে যাওয়ার সুযোগ পাই, সেখানে ভালো করি।
দেশের এত জনের স্বপ্ন, যাঁরা দেখতে চান টোকিয়ো অলিম্পিক্সে আমি ভালো ফল করি, তাঁদের কথা ভেবেই আমার ভয় করছে। তবে আমি এখন যে ভাবে অনুশীলন করছি, তার চেয়ে যদি আরও ভালো করে অনুশীলন করতে পারি তা হলে মনে হয় আরও ভালো করতে পারব, তা ছাড়া সকলের আশীর্বাদও তো আছেই।
মেয়ের সাফল্যে খুশি মা (ফাইল চিত্র, পিটিআই)
এখন কিছুদিন ছুটিতে আছি, তাই একটু অন্য ভাবে সময় কাটাচ্ছি। যেমন এখন মিষ্টি খাওয়ার অনুমতি পেয়েছি, তবে পুজো পর্যন্ত। এখন পছন্দের সব খাবারই খাচ্ছি, কয়েক দিন পরে তো পছন্দের সব খাবারই খাওয়া বন্ধ হয়ে যাবে। অবশ্য এখনও জানি না পুজোতে থাকতে পারব কিনা।
২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পরে দেড় লক্ষ টাকা পেয়েছিলাম। রাহুল দ্রাবিড় অ্যাথলেটিক্স প্রোগ্রামস থেকে আমি সাহায্য পেয়েছি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই থেকেও আমি সাহায্য পেয়েছি, ভারত সরকারের থেকেও আমি সহায়তা পেয়েছি। এখনও আরও এগোতে চাই, সে জন্য সকলের আশীর্বাদ চাই।