বিশ্বকাপের আগে এশিয়ার সেরা ক্রিকেট দলের শিরোপা পেল ভারত, তবে চিন্তায় রাখল ধোনির ফর্ম
ফাইনালের আগে সামান্য চিন্তায় ছিলাম, ম্যাচ চলাকালীন সেই চিন্তা বহুগুন বাড়িয়ে দিলেন লিটন দাসরা
- Total Shares
যা আশা করেছিলাম তাই হল। আমরা জিতলাম। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে আমরা এশিয়ার সেরা ক্রিকেট দলের শিরোপা ছিনিয়ে নিলাম।
ফাইনালের আগে আমি অবশ্য বাংলাদেশকে নিয়ে সামান্য চিন্তায় ছিলাম। তবে অস্বীকার করতে হবেই ম্যাচ চলাকালীন আমার সেই চিন্তা বহুগুন বাড়িয়ে দিয়ে ছিলেন মুস্তাফিজুর লিটন দাসরা। একটি অভিজ্ঞ দলের যে পেশাদারিত্ব দেখান উচিৎ সেই পেশাদারিত্ব দেখিয়ে শেষ হাসিটা কিন্তু ভারত হাসল।
একটা সময় বেশ চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশ [ছবি: এপি]
গোটা টুর্নামেন্টে রোহিত শর্মা অসাধারণ ক্রিকেট খেলেছেন। অসাধারণ ক্যাপ্টেন্সিও করেছেন। তা দেখে অনেকেই এখন স্প্লিট ক্যাপ্টেন্সির কথা বলতে শুরু করে দিয়েছেন। স্প্লিট ক্যাপ্টেন্সি মানে টেস্ট ও একদিনের দলের জন্যে ভিন্ন অধিনায়ক। রোহিতের যোগ্যতা থাকলেও ব্যক্তিগত ভাবে আমি মনে করি এই মুহর্তে একদিনের দলের দায়িত্বও বিরাটের হাতে থাকা উচিত। সামনে বিশ্বকাপ আর বিরাট বেশ কয়েক বছর অধিনায়ক থাকার সুবাদে এই দলটিকে খুব ভালো করে চেনেন। তাই বিশ্বকাপের আগে এ ধরণের কোনও সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়।
শেষ হাসিটা কিন্তু হাসল ভারত [ছবি: আজতক]
এই টুর্নামেন্টে ভারতের কাছে চিন্তার কারণ একটাই।আর, তা হল ধোনির ফর্ম। আমাদের সামনে এখন মিশন বিশ্বকাপ। আর আগামী বছর বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। সে দেশের পরিবেশে ছয়ে বা সাত নম্বর ব্যাটসম্যানকে ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। বিশ্বকাপের আরও মাস আটেকের বেশি বাকি। আশা করি তার আগে ছন্দে ফিরবে ধোনি।
উল্টোদিকে বাংলাদেশও কিন্তু গোটা টুর্নামেন্টে অসাধারণ ছিল। একেবারে প্রথম ম্যাচ থেকে অনবদ্য স্পিরিট দেখাল এই দলটি। প্রথম ম্যাচে তামিমের ওই এক হাতে ব্যাট করতে নামাই কিন্তু এই দলের স্পিরিটটা গোটা টুর্নামেন্টের জন্য বাড়িয়ে দিল।
ভারত ও বাংলাদেশ বিশ্বকাপের দুই দলের জন্যই আমার শুভেচ্ছা রইল।