স্বামী রামকৃষ্ণ: যোগী আদিত্যনাথের বাংলা টুইটে নতুন বাঙালি মনীষীর আবির্ভাব!
শুধু ডোনাল্ড ট্রাম্পকে দোষ দিয়ে লাভ নেই, 'ছোটখাট' ভুলে কম জানেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও
- Total Shares
নামে কীই বা আসে যায়? - উইলিয়াম শেক্সপিয়ার ও তাঁর আর্ষবাক্যের অনুগামী যোগী আদিত্যনাথ আবার প্রচারে আলোতে।
তবে এবার তাঁর দৃষ্টি পশ্চিমবঙ্গের উপর।
নির্বাচনী প্রচারে এই গো-যোদ্ধা এ রাজ্যের পুরুলিয়ায় এসেছিলেন এবং তিনি যাতে চার পায়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঃ! একটু ভুল বলা হল। চার পায়ে নয়, আদিত্যনাথ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন চারচাকায় চেপে! তাঁর বিমানযান অবতরণের অনুমতি দেওয়া হয়নি, তাই তাঁকে গাড়িতে চেপেই সভাস্থলে পৌঁছাতে হয়েছে।
তাই বলে যোগীবাবার আত্মাকে কিন্তু দমিয়ে রাখা যায়নি। সড়কপথে যাত্রা করার সময়ে তিনি একের পর এক টুইট করে গিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুইগুলো আবার বাংলা ভাষাতেই করেছেন তিনি।
জল্পনা তৈরি হয়েছে যে প্রাক্তন তৃণমূল কংগ্রেস তথা বর্তমান বিজেপি সদস্য মুকুল রায় নাকি তাঁর হয়ে এই টুইটগুলো লিখে দিয়েছেন। কিন্তু টুইটগুলোতে যে সংখ্যায় বানান ও তথ্যের ভুল রয়েছে তাতে এই জল্পনা সত্যি বলে মনে হয় না।
একবার দেখে নেওয়া যাক তিনি ঠিক কী কি টুইট করেছিলেন।
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
আজ দুঃখের বিষয় যে, আমাদের বঙ্গ আজ মমতা ব্যানার্জী ও তার সরকারের বিশৃঙ্খলার কারণে ভুগছে, এখন সময় এসেছে যে, শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সংবিধান রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে এই সরকার থেকে মুক্ত করা উচিত.
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
বেশ কয়েকটি টুইট বোধগম্য না হলেও আদিত্যনাথের এই প্রচেষ্টা অনেকেরই ভালো লেগেছে। তাঁকে পুরো নম্বর দেওয়া যেতেই পারে।
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
এর পরেই যোগীর 'গরুর রচনা' সকলের নজরে পড়ে।
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
কেউ কেউ পাল্টা দিতেও ছাড়েননি।
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
আর, এর পর তো রায়দানের সময়ে।
গৌরবময়,মহিমান্বিত অতীত এবং অসাধারণ সম্ভাবনায় ভরা বাংলার জন্মভূমিকে আমার আন্তরিক অভিনন্দন, যেখানে স্বামী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ পতিত হয়েছিল, সেইখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির জন্মস্থান।
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
যোগীর পরমার্শদাতারা দ্রুত টুইটের তোলার থ্রেডগুলোকে খতিয়ে খতিয়ে পড়তে শুরু করে দিলেন। আর, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আবার হিন্দিতে ফিরে গেলেন তিনি।
‘गर्व से कहो हम हिन्दू हैं’मैं बंगाल की धरती को नमन करता हूँ, जिस धरती ने विपरीत परिस्थितियों में इस देश को संबल दिया था। यह बंगाल की ही धरती है, जिसने रामकृष्ण परमहंस जी जैसे आध्यात्मिक साधक दिया था। pic.twitter.com/07n6kx7YTH
— Yogi Adityanath (@myogiadityanath) February 5, 2019
হিন্দিটা তিনি ভালোই জানেন। বাংলায় টুইট করার সময়ে এক জায়গায় তিনি ভুল করে রামকৃষ্ণ পরমহংসদেবের জায়গায় স্বামী রামকৃষ্ণ লিখে ফেলেছিলেন। সেই ভুল কিন্তু তিনি হিন্দি টুইটগুলোতে করেননি।
তবে এই ছোটখাট ভুলে বাঙালিরা কিন্তু ভেঙে পড়েননি। দিদি তো প্রায়শই এমন ভুল করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও তিনি বঙ্গজ মহামানবদের যথাযোগ্য সম্মান দিয়ে থাকেন। যোগীর এই 'ভুল'গুলো কি তিনি তাহলে ক্ষমা করে দেবেন। মনে হয় না তা তিনি করবেন।
[ছবি: রয়টার্স]
লেখাটি পড়ুন ইংরেজিতে