চার বছরে মোদী সরকারের সাফল্য-ব্যর্থতার পর্যালোচনা
সরকারি প্রকল্পগুলি এখন কোন পর্যায়ে, ধোঁয়াশা কোথায়, কোথায় স্বচ্ছতা তার বিশ্লেষণ
- Total Shares
নরেন্দ্র মোদী সরকারের চার বছর পূর্ণ হল। তাঁর চার বছরের একটি পর্যালোচনা।
প্রধান সাফল্য
১) শেয়ার বাজারের কল্যাণে আর্থিক সঞ্চয় ও ক্ষুদ্র বিনিয়োগ বৃদ্ধি
২) উপযুক্ত হস্তক্ষেপে অসামরিক বিমান ক্ষেত্রে সার্বিক বৃদ্ধি, উড়ানের জন্য প্রয়োজনীয় জ্বালানির দর কম থাকাও এতে সহায়ক হয়েছে
৩) সারে ঘাটতি হ্রাস
৪) পাসপোর্ট ও প্রভিডেন্ট ফান্ডে ই-পরিষেবা ভালো হয়েছে
যখন আমজনতাকে ভুগতে হল
১) শেষ চার বছরে বিপুল পরোক্ষ কর
২) বিমুদ্রাকরণে কোনও বড় ধরনের লাভ না হওয়া
৩) আধার সংযুক্তিকরণ নিয়ে ঝঞ্ঝাট
৪) তেলের অগ্নিমূল্য
নড়বড়ে শুরু, ঝাঁকুনির যাত্রা
১) ইনসভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড (আইবিসি) – ফাঁক বোজাতে সংশোধনী
২) পণ্য ও পরিষেবা কর (জিএসটি) – প্রত্যাহারের জন্য চাপ, এখনও পর্যন্ত আয়ের উপরে বিরূপ প্রভাব
৩) রিয়েল এস্টেট অথরিটি (আরইআরএ) – এখনও ফল বোঝা যাচ্ছে না
৪) প্রাপকের ব্যাহ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থপ্রদান (ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার) – রান্নার গ্যাস ছাড়া অন্য কোনও প্রকল্পে সে ভাবে সফল নয়
আপৎকালীন ব্যবস্থা
১) ব্যাঙ্কিং – অনাদায়ী ঋণ অনেকটাই বেড়েছে। শোধ না হওয়া ঋণের পরিমাণ ১৫ শতাংশ বেড়ে ৭.৩১ কোটি টাকা হয়েছে
২) উজ্জ্বল ডিসকম অ্যাসিয়োরেন্স যোজনা – এর ফলে যে ঝণ হয়েছে তা বেশ কয়েকেটি রাজ্যের অর্থনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে
৩) সড়ক – প্রকল্প ছেড়ে বেরনো সহজ হয়েছে নির্মাতাদের। নতুন বিনিয়োগ আসার অপেক্ষা
বিশাল প্রত্যাশা, ফল সামান্যই
১) নমামি গঙ্গে – বিপুল অর্থ বরাদ্দ, পুরোটাই নিস্ফলা
২) স্কিল ইন্ডিয়া – লক্ষ্যের চেয়ে অবনমন
৩) আদর্শ গ্রাম – সাংসদদের উদাসীনতার শিকার
৪) স্মার্ট সিটি – কোন পথে এগোবে এখনও সেই সংজ্ঞাটাই
বাস্তবায়ন নিয়ে এখনও বিতর্ক
১) মুদ্রা (মাইক্রো ইউনিটস ডেভেবপমেন্ট অ্যান্ড এজেন্সি) ব্যাঙ্ক – বিরাট দাবি, কিন্তু তথ্য সে কথা বলছে না
২) স্বচ্ছতা – যা দাবি করা হচ্ছে বাস্তবের সঙ্গে তার মিল কম
৩) উজ্জ্বলা – কয়েকটি রাজ্যে কার্যকর হয়েছে, কিন্তু সে ভাবে সিলিন্ডারের রিফিল হচ্ছে না
৪) গ্রামীণ বিদ্যুদয়ন – পরিসংখ্যান পরস্পরবিরোধী
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দুয়ার খুলেছে, কিন্তু এই ক্ষেত্রগুলোতে এখনও সুফল মেলেনি
১) প্রতিরক্ষা
২) রেল
৩) নির্মাণ ও রিয়েল এস্টেট
৪) চালু রয়েছে এমন ওষুধ ও বিমানবন্দর
যে সব প্রকল্পের ফল উল্টো হয়েছে
১) শক্তি – কয়লার উৎপাদন বেড়েছিল, কিন্তু ফের জোগানে টান। ঋণ না পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে
২) টেলিযোগাযোগ – স্পেকট্রামের বিপুল দরের জেরে মুখ থুবড়ে পড়েছে
৩) এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ – দেরিতে শুরু, কোনও ক্রেতা নেই
৪) শস্য বিমা – মাঝপথে হারিয়ে গিয়েছে
বড় রহস্য
১) বিমুদ্রাকরণের সময়ে জনধনে বিপুল আমানত জমা
২) টু-জি কেলেঙ্কারিতে বেকসুর খালাস
৩) আমেদাবাদের জনৈক মহেশ শাহ ১৩,০০০ কোটি টাকার ঘোষণা
পরিকাঠামো সংস্কার কোথায় হারিয়ে গেল
১) আর্থিক বাজেটের সঙ্গে রেল বাজেট মিশিয়ে দেওয়া
২) পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও যোজনা কমিশনের বিলুপ্তি ঘটিয়ে নীতি আয়োগ গঠন
৩) ব্যাঙ্কিং সার্ভিস বোর্ড
৫) পরিকল্পনা ও পরিকল্পনা বহির্ভূত খাত মিশিয়ে দেওয়া
হারিয়ে যাওয়া ও ভুলে যাওয়া
১) সোনা জমা প্রকল্প বা গোল্ড মানিটাইজেশন স্কিম
২) অম্রুত – অটল আরবন রিজুভেনেশন মিশন (অটল নগর পুনরুজ্জীবন প্রকল্প)
৩) হৃদয় – হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট
৪) পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর
৫) স্টার্ট-আপ ইন্ডিয়া
খারার ও খুব খারাপ
১) রেল – ট্রেনে বিলম্ব, ট্রেন বাতিল ও দুর্ঘটনা
২) মোবাইল পরিষেবা – কারাপ নেটওয়ার্ক, টেলিকম সংস্থাগুলির লোকসান
৩) শিক্ষা – শিক্ষকের সংখ্যা কম। তহবিলে টান ও উচ্চশিক্ষার ছাত্রদের আন্দোলন
স্থানুবৎ
১) বৈদেশিক বাণিজ্যে সুযোগ – কোনও মুক্ত বাণিজ্য চুক্তি বা বড় ধরনের বাণিজ্যিক স্বাধীনতা
২) লোকপাল
৩) নিয়ামকের ক্ষেত্রে সংস্কার
ঝুঁকি
১) চাহিদা না বাড়লেও মূল্যবৃদ্ধির হার বাড়ছে
২) বড় বিনিয়োগ নেই, তবু সুদের হার বাড়ছে
৩) ঘাটতি বাড়ছে যদিও সরকারি মূলধনী বিনিয়োগ নেই
৪) বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি ও বিদেশি ঋণের ম্যাচিওরিটির মুখেও টাকার দাম কমছে