সিবিআই বনাম কলকাতা পুলিশ: কয়েকটি প্রশ্ন
প্রশ্নগুলোর উত্তর কোনও দিন পাওয়া যাবে কিনা জানা নেই, কিন্তু উত্তরগুলো নিতান্তই প্রয়োজনীয়
- Total Shares
জমে উঠেছে সিবিআই বনাম কলকাতা পুলিশের লড়াইটা। রবিবার সন্ধ্যাবেলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা হানা দিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনারের বাসভবনে। কিন্তু তাঁদের বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্টে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্তকারী অফিসারদের কিছুক্ষণের জন্যে আটক করে রাখা হয়।
এরই মাঝে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখী হন মুখ্যমন্ত্রী। এর পর সোজা চলে যান মেট্রো চ্যানেলে। সেখানে এখন অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন তিনি।
এদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। আগামীকাল সেই মামলার শুনানি ও রায় দেওয়ার হওয়ার কথা।
সিবিআই বনাম কলকাতা পুলিশ নাটকের এখন বেশ উত্তেজক একটি মুহূর্ত চলছে। তারই ফাঁকে বেশ কয়েকটি প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। একবার প্রশ্নগুলোর উপর চোখ বুলিয়ে নেওয়া যাক।
নাটকের মুখ্য চরিত্র কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার [সৌজন্য: ইন্ডিয়া টুডে]
১) রাজীব কুমার যখন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ছিলেন তখন থেকেই সারদার সহ অন্যান্য চিটফান্ড মামলার তথ্যপ্রমাণ লোপাট ও তদন্তকে প্রভাবিত করার অভিযোগের আঙুল উঠেছিল। সাধারণ মানুষ এটা বুঝতে পারলেও সিবিআই এর বুঝতে চার বছর লাগল কেন?
২) সিবিআই আধিকারিকরা রাজীব কুমারের বাড়িতে তদন্ত করতে এসেছিলেন। কিন্তু তাদের কলকাতা পুলিশ ভারতীয় আইনের কোন ধারায় আটক করল ?
৩) সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়া কলকাতা পুলিশ কি তাদের আটক করতে পারে?
৪) পশ্চিমবঙ্গের মানুষ আজ প্রথম কলকাতা পুলিশ এবং সিবিআই এর মধ্যে সম্মুখসমরে লড়াই দেখল। এই দৃশ্যের কি একান্তই কোনও প্রয়োজন ছিল?
৫) খবরে প্রকাশ, বিধাননগর কমিশনারেটের বাহিনী ঘিরে রেখেছে সিজিও কমপ্লেক্স, যাতে কেউ কোনও ভাবে প্রবেশ বা প্রস্থান করতে না পারে। আইনের কোন অনুশাসনে এই ধরনের কাজ করা সম্ভব?
সংবিধান কি সেই অধিকার ওনাকে অর্পণ করেছেন [ছবি: রয়টার্স]
৬) সিবিআই আধিকারিকরা যদি তদন্তের স্বার্থে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি করতে যান তা হলে তাঁদেরকে কোন আইনের ধারায় আটক করা হল?
৭) কলকাতা পুলিশ কমিশনার নামে একাধিক অভিযোগ এবং যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন অধিকারে সংবিধানকে খর্ব করে পুলিশ কমিশনার বাড়িতে উপস্থিত হন?
৮) সিবিআই আধিকারিকদের সম্যক ধারণা ছিল যে পুলিশ কমিশনার বাড়িতে গেলে বাধা আসবে। এটা জানা সত্ত্বেও সিবিআই সম্পূর্ণরূপে প্রস্তুত না হয়ে কেন কলকাতা পুলিশ কমিশনার বাড়িতে গেল?
৯) "সততার প্রতীক" তদন্ত শেষ হবার পূর্বে অভিযুক্ত কে বাঁচাতে ধরনা মঞ্চে বসতে পারেন? সংবিধান কি সেই অধিকার ওঁকে অর্পণ করেছেন?
এই প্রশ্নগুলোর উত্তর কোনও দিন পাওয়া যাবে কিনা জানা নেই। কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই উত্তরগুলো জানা নিতান্তই প্রয়োজনীয় ছিল।