সত্যিকারের ভালোবাসা কী? জেনে নিন কী ভাবে বুঝবেন
সত্যিকারের ভালোবাসা আপনাকে জ্বালিয়ে-পুড়িয়ে মারবে না
- Total Shares
১২ ঘণ্টা আগেও টেক্সট পাঠিয়ে আপনি তাদের উত্তরের জন্য অপেক্ষা করেন।
আপনি সর্বদাই নজরদারি করেন কখন তারা শেষবারের জন্য ফেসবুক খুলেছিল।
তাদের উপর আপনার হিংসা হচ্ছে এবং এর ফলে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন।
আপনি যখন তাদের সঙ্গে থাকেন তখন স্বর্গ সুখ অনুভব করেন।
বিশুদ্ধ বা নিস্বর্থ ভালোবাসা বলতে যা বোঝায় আর আপনি যা পাচ্ছেন তা কিন্তু এক নয়। এই ভালোবাসা মোড়কে মোরা যার মধ্যে হিংসা, ঘৃণা ও অভিমান সবকিছুই রয়েছে।
এই বিষয়টি যত বেশি আপনি বুঝতে বা উপলব্ধি করতে পারবেন তত বেশি আপনি আতঙ্কে ভুগবেন। আপনার নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হবে। গা গুলোবে। মাথা ব্যাথা করবে। চোখে জল চলে আসবে।
এই ভালোবাসা পরাজয়ের ভালোবাসা। দুঃখ-কষ্টের ভালোবাসা।
কিছু কী আন্দাজ করতে পারছেন?
আপনি যেখানে সেখানে আমিও একদিন ছিলাম।
আর আজ আমি এখানে আপনাদের সতর্ক করতে এসেছি। এই নিরাপত্তাহীনতা, অন্যের প্রতি সর্বদা টান অনুভব করা ও চিত্তচাঞ্চল্য আর যাই হোক ভালোবাসা নয়।
সত্যিকারের ভালোবাসা আপনার টেক্সটকে উপেক্ষা করে না [ছবি: রয়টার্স]
বৌদ্ধ ধর্মে একটা কথা বলে - কাউকে দেখে আপনার যদি হৃদকম্পন হয়, আপনার হাত কাঁপে, আপনার হাঁটু দুর্বল হয়ে পড়ে তাহলে তা ভালোবাসা নয়। আপনার ভালোবাসার মানুষটিকে দেখলে আপনি সবসময় শান্ত থাকবেন। সেখানে কোনও আতঙ্ক বা আপনার মন বিক্ষুব্ধ হয়ে উঠবে না।
সত্যিকারের ভালোবাসা পাওয়া সহজ নয়। সত্যিকারের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। কিন্তু একটা কথা বলতেই পারি - সত্যিকারের ভালোবাসায় স্বার্থপরতার কোনও জায়গা নেই।
সত্যিকারের ভালোবাসায় আপনার জীবনে কোনও বিড়ম্বনার সৃষ্টি হবে না।
সত্যিকারের ভালোবাসা মানে স্বাধীনতা [ছবি: রয়টার্স]
সত্যিকারের ভালোবাসায় আপনি জ্বলে পুড়ে মরবেন না। সত্যিকারের ভালোবাসায় আপনাকে কেউ দুপুর দুটোয় ফোনে না করে রাত দুটোর সময় ফোন করবে না, কারণ রাতের বেলা কথা বললে উষ্ণ অনুভূতি পাওয়া যায়।
সত্যিকারের ভালোবাসা আপনার টেক্সট দিনের পর দিন উপেক্ষা করবে না। আবার তাদের জীবন একঘেঁয়ে হয়ে গেলে তখন আপনার কথা মনে পড়বে।
সত্যিকারের ভালোবাসা মানে স্বাধীনতা। জোর করে বেঁধে রাখা নয়। ভালোবাসা মানে একটি সম্মান। কাউকে নিজেকে উৎসর্গ করা নয়। সত্যিকারের ভালোবাসা হচ্ছে বন্ধুত্ব।
তাই তো আমি বলি এমন একটা জগৎ তৈরি করুন তা শুধু আপনার হয়। প্রেমে পড়ে মানসিক শান্তির ব্যাঘাত ঘটানোর মানে নেই। তা হলেই আপনি বাঁচতে পারবেন।
তাহলেই আপনি সুস্থ হতে পারবেন।
লেখাটি পড়ুন ইংরেজিতে