বিস্ফোরণের ভাইরাল ভিডিয়োটি পুলওয়ামার নয়, আসলে সিরিয়ার
ইন্ডিয়ান আর্মি গ্রুপ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড ভিডিয়োটি ২২০০ বার দেখা হয়েছে
- Total Shares
ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি ব্লাস্টের ছবি।
ফ্যাক্ট চেক: ভাইরাল এই ভিডিয়োটি পুলওয়ামার নয়।
পুলওয়ামা ঘটনার পর থেকে অনেকগুলি ভাইরাল ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োটি ফেসবুক, হোয়াটস অ্যাপ এবং টুইটারে পুলওয়ামার ঘটনা বলে ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে দূরে একটি রাস্তার উপর বিস্ফোরণ হচ্ছে, ভিডিয়োটি ৮ সেকেন্ডের। চিন্ময় সরকার নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো আপলোড করা হয়েছে।
এই অ্যাকাউন্ট ছাড়াও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো আপলোড হয়েছে এবং বহু শেয়ার হয়েছে।
সেই ভিডিয়োটির স্থিরচিত্র।
ভিডিয়োটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি নিউস ওয়ার রুম তদন্ত করে জেনেছে যে এই ভিডিয়োটি পুলওয়ামার নয়, এটি সিরিয়ায় একটি গাড়ি বোমা বিস্ফোরণের ছবি।
ইন্ডিয়ান আর্মি গ্রুপ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটিকে পুলওয়ামার বলে আপলোড করা হয়েছে। ভিডিয়োটি অন্তত ২২০০ বার দেখা হয়েছে।
ভিডিয়োটি দেখতে হলে এখানে ক্লিক করতে পারেন।
আমরা ভাইরাল ভিডিয়োটি রিভার্স সার্চ করে দেখেছি যে এটি সিরিয়া-তুরস্ক সীমান্তের আল রায়া শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ছবি এবং কোনও ভাবেই পুলওয়ামার ঘটনা নয়।
দাবি: ভাইরাল ভিডিওটি পুলওয়ামার ঘটনা।
ফ্যাক্ট চেক: ঘটনাটি পুলওয়ামার নয়, সিরিয়ায় একটি গাড়ি বোমা বিস্ফোরণের।
আগের প্রতিবেদন পড়ুন : টাকার আলমারির সামনে দাঁড়িয়ে মমতা, ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়