ফ্যাক্ট চেক: মাদ্রাসায় হওয়া অশ্লীলতা দাবী করে ভাইরাল চলচিত্রের এই দৃশ্যগুলি
নেটিজেনদের অনেকেই এমন দাবী করে এই ছবিগুলির কোলাজকে শেয়ার করেছেন
- Total Shares
আপত্তিজনক অবস্থায় একজন মেয়ের সাথে ইসলামিক টুপি পড়া এক ব্যক্তির কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়।
নেটিজেনদের অনেকে ভাইরাল সেই ছবিগুলির কোলাজকে মাদ্রাসায় একজন মেয়ের সাথে এক মৌলবীর করা অশ্লীল আচরণ দাবী করে তাকে পোস্ট করেন।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে আসলে বাস্তবিক ঘটনার সাথে সম্পর্কহীন এক বাংলাদেশি শর্ট ফিল্মের কিছু দৃশ্যকে দেখতে পাওয়া যায়।
ভাইরাল এই ছবিগুলিকে ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা "আন্না বালা" নামের এক ভেরিফাইড ইউটিউব চ্যানেল খুঁজে পাই যেখানে ওই দৃশ্যগুলি সম্বন্ধিত এক ভিডিও এবছরের সেপ্টেম্বরে আপলোড করা হয়।
ওই ভিডিওর ক্যাপশন হিসাবে সেখানে লেখা হয়, "৬ষ্ট শ্রেনীর ছাত্রীর লুচ্চা হুজুর তার দেহ ভোগের মুহূর্তে ব্যাথায় কাঁনদলে সে কিকরলো দেখুন short film"।
এই ইউটিউব চ্যানেলে প্রদত্ত তথ্য থেকে আমরা জানতে পারি, জনগণকে সতর্ক করতে বিভিন্ন অপরাধ সম্পর্কে কল্পিত ভিডিও চ্যানেলটিতে আপলোড করা হয়।
আমরা দেখতে পাই কিছু মাস আগেও ভিডিওটিকে ইউটিউবে শেয়ার করা হয়েছিল।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিগুলি আদতে বাংলাদেশি এক শর্ট ফিল্মের কিছু দৃশ্যের যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false