ফ্যাক্ট চেক: চেয়ার নিয়ে জলের উপর বসা লোকগুলির এই ছবি গুজরাটের নয়
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল কমপক্ষে চার বছরের পুরোনো পাঞ্জাবের এই ছবি
- Total Shares
সম্প্রতি, জলে ডোবা এক গলিতে কিছু লোকের চেয়ার পেতে বসার এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সেই ছবির সাথে দাবী করা হয়, এমনটাই অবস্থা গুজরাটের সুরাটে।
'ইমরান খান' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবি পোস্ট করে লেখেন, "স্মার্ট সিটি সুরাট গুজরাট (গুজরাটের মডেল দেখুন)"।
এখানে সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে ছবিটির সাথে করা দাবীটি ভুল।গুজরাটের সুরাটে নয়, কমপক্ষে চার বছরের পুরানো এই ছবিটি পাঞ্জাবের মনসা জেলায় তোলা হয়।
ভাইরাল এই ছবির উৎস জানতে আমরা একে রিভার্স সার্চ করি।তাতে দেখা যায়, ২০১৬ সালের জুলাইয়ে পাঞ্জাবের এক বিধায়ক গুরমিত সিং মিত হেয়ার ছবিটি টুইট করেন।
Family in Mansa dist #Punjab protesting against shoddy sewage wrk by #akalis .Ppl r waiting fr 2017 @ArvindKejriwal pic.twitter.com/VUZFNjxuzR
— Gurmeet Singh Meet Hayer (@meet_hayer) July 18, 2016
তিনি টুইটে দাবী করেন, ছবিটি পাঞ্জাবের মনসা জেলার ও সেখানে অকালিদের তৈরি করা খারাপ নর্দমার বিরুদ্ধে এক পরিবার বিক্ষোভ করছে।
প্রসঙ্গতঃ, ২০১৭ সালে গুরমিত আম আদমি পার্টির টিকিটে বরনালা আসন থেকে বিজয়ী হয়ে বিধায়ক হন।
টুইটটির মন্তব্য অংশে পাঞ্জাব কেশরী সংবাদপত্রের একটি কাটিং পাওয়া যায়।ভাইরাল হওয়া ছবিটির অনুরূপ সেখানে আরও একটি ছবি আমরা পাই।
@hallagullaboy @meet_hayer pic.twitter.com/G5n5HzLATH
— Justice for #PMCDEPOSITORS (@BeHuman00x) July 21, 2016
কাটিংটি অনুসারে, এই ছবিটিও মনসার।
এবিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমরা পাঞ্জাব কেশরীর মনসার সংবাদদাতা সন্দীপ মিত্তালের সাথে কথা বলি।
সন্দীপ আমাদের জানান, কয়েক বছর আগে পাঞ্জাব কেশরীর এক ফটোগ্রাফার মনসায় এই ছবিটি তোলেন।গলিতে বৃষ্টির জল ভরে যাওয়ায় সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
তাছাড়া, আরো কয়েকজন স্থানীয় সাংবাদিকও ভাইরাল এই ছবিকে মনসার বলে নিশ্চিত করেন।
অতএব, এর থেকে বলা যেতে পারে, কমপক্ষে চার বছরের পুরানো এই ছবিটির সাথে গুজরাটের সুরাটের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false