ফ্যাক্ট চেক- না, পশ্চিমের দেশগুলির নিষেধাজ্ঞার প্রেক্ষিতে পুতিন এই কথা বলেন নি
রাশিয়ার রাষ্ট্রপতির নামে বিভ্রান্তিকর দাবি ছড়ালো ফেসবুকে
- Total Shares
রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমি দেশগুলি রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। সেই পরিপ্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সম্পর্কে ফেসবুকে ছড়ালো একটি পোস্ট।
এই ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে পুতিন নাকি সম্প্রতি ভাষণে বলেছেন, "আমি ইউক্রেনের জনসাধারণের কান্না দেখে মোটেও বিচলিত নই ৷ কারন আমি ফিলিস্তিন,ইরাক,আফগানিস্তান, ইরাক, লিবিয়ান, বৃদ্ধ নারী শিশুদের বিবস্ত্র কান্না দেখে দেখেই বড় হয়েছি ৷ ধিক্কার জানাই ইউরোপ তথা পশ্চিমা বিশ্বকে তখন কোথায় ছিলো তাদের মানবিক নিষেধাজ্ঞা। "
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল দাবিটি ভিত্তিহীন। পুতিন কোথাও ভাষণে এ কথা বলেননি।
ভাইরাল দাবিটি কী ওয়ার্ডস সার্চের সাহায্যে আমরা বেশ কিছু ফেসবুক পোস্টে খুঁজে পাই যেখানে জনৈক ফেসবুক ব্যবহারকারীরা ভাইরাল এই কথাগুলি তাদের পেজে পোস্ট করেন। ফেব্রুয়ারী মাসের ২৪, ২৫ তারিখ নাগাদ করা এই ফেসবুক পোস্টগুলি দেখতে পাবেন এখানে, এখানে এবং এখানে।
এইসব পোস্টে তখনও অবধি কিন্তু কোথাও পুতিনের নাম নেওয়া হয়নি। পরবর্তীকালে এই একই কথা কপি , পেস্ট করে ভ্লাদিমির পুতিনের নামে ভাইরাল করা হয়েছে।
আমরা কোথাও কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পুতিন ভাষণে এরকম কোনো কথা বলেছেন বলে কোনো নিউজ রিপোর্ট পাইনি। এই বিষয়ে বাংলাদেশের ফ্যাক্ট চেক ওয়েবসাইট "রিউমার স্ক্যানার" একটি প্রতিবেদনেও ভাইরাল দাবিটিকে ভিত্তিহীন সাব্যস্ত করেছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false