ফ্যাক্ট চেক- কোনো ১৪০০ বছরের ঝুলন্ত পাথর নয়, এটি একটি ভাস্কর্য
বিভ্রান্তিকর দাবির সঙ্গে ভাইরাল, মিশরের কায়রো বিমানবন্দরের ভাস্কর্যের ছবি
- Total Shares
দড়ি দিয়ে বাধা দুটি পাথরের ছবি ভাইরাল হলো ফেসবুকে যেখানে দাবি করা হয়েছে এটি ১৪০০ বছরের পুরোনো ঝুলন্ত পাথর। ফেসবুকে ছবিটি শেয়ার করে ব্যবহারকারীরা লিখেছেন, " ঝুলন্ত পাথর দুইটি ১৪০০ বছর আগে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) বেঁধে রেখেছিলেন"।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল দাবিটি ভিত্তিহীন। এটি ১৪০০ বছরের পুরোনো কোনো ঝুলন্ত পাথর নয়, এটি মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য।
রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা এই ভাইরাল ছবিটির সত্যতা জানতে পারি। ভাইরাল ইমেজটি আমরা স্টক ছবির ওয়েবসাইট "আলামি" তে খুঁজে পাই। সেখানে লেখা রয়েছে ২০০৯ সালে ছবিটি নেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি মিশরের কায়রো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে অবস্থিত একটি ভাস্কর্য যেটি ২০০৮ সালে ভাস্কর শাবান আব্বাস তৈরি করেছিলেন।
আমরা কীওয়ার্ড সার্চের সাহায্যে একটি চারুকলার ওয়েবসাইটে ভাস্কর শাবান আব্বাস সম্পর্কে জানতে পারি। এখানে তার তৈরী শিল্পকর্মের নিদর্শনের তালিকায় মিশরের কায়রো বিমানবন্দরের উল্লেখ রয়েছে।
এছাড়াও আমরা আলাদা দুটি ওয়েবসাইটে আমরা ভাইরাল ছবিটি খুঁজে পাই , এবং সেখানেও মিশরের কায়রো বিমানবন্দরের এই ভাস্কর্যটির ব্যাপারে লেখা হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false