ফ্যাক্ট চেক: শোয়েব মালিকের নাম নিয়ে বিভ্রান্তিকর দাবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
সংবাদ শিরোনামে শোয়েব মালিকের নাম ব্যবহারে বিভ্রান্ত মানুষ
- Total Shares
''পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা মারা গেলেন শোয়েব মালিক'' এমনই ক্যাপশন দিয়ে একটি পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটি ফেসবুকে বহু মানুষ শেয়ার করেছেন।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ। পোস্টটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।
আমরা ইন্টারনেট সার্চ করে দেখি শোয়েব মালিক সম্পর্কে এমন কোনও তথ্য নেই। কোনও মেইনস্ট্রিম মিডিয়াতে এই নিয়ে কোনও খবর নেই। এরপর আমরা গুগল কি-ওয়ার্ড সার্চ করি। দেখা যায় জানুয়ারী মাসে উত্তর পূর্ব পাকিস্তানের সাদিকবাদের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। হেলিকপ্টারটি কীটনাশক ছড়াচ্ছিল। ওই দুর্ঘটনায় পাইলটসহ একজন মারা যান। বাংলা খবর নামের যে সাইটের খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেই সাইটির খবরের ভিতরে লেখা আছে যে, শোয়েব মালিক ভেঙে পড়া হেলিকপ্টারটির পাইলটের নাম। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় নামটি ব্যবহার করা হয়েছে খুব স্বাভাবিক ভাবেই ক্রিকেটের মালিকের কথাই ভেবেছেন সাধারণ মানুষ। যেমন এই ফেসবুক ব্যবহারকারী।
ওই হেলিকপ্টারে প্ল্যান প্রটেকশন বিভাগের এক ইঞ্জিনিয়ার-ও ছিলেন। তাঁর নাম না দিয়ে হঠাৎ পাইলটের নাম দিয়ে শিরোনাম লেখায় চূড়ান্ত বিভ্রান্ত হয়েছেন মানুষ।
এরপর আমরা শোয়েব মালিকের টুইটার একাউন্ট পরীক্ষা করে দেখি। দেখা যায় মালিক একের পর এক টুইট করে চলেছেন। এই সোশ্যাল মিডিয়া পোস্টটি করা হয়েছে গত ১৪ জানুয়ারী। ওই তারিখের পর-ও অনেকগুলি টুইট করেছেন শোয়েব মালিক।
Looks like a fantastic win just like our opening partnership for the women’s team. Well done girls???????? #PakistanZindabad ????????#WIvPAK #T20WorldCup @MuneebaAli17 @ImJaveria @maroof_bismah @DianaBaig @AnamAmin46 @aliya_riaz37 @CoolNidadar and the rest of the team (pls tag 1s missed) https://t.co/b1L5QQ9Wdb
— Shoaib Malik ???????? (@realshoaibmalik) February 26, 2020
তাই ক্রিকেটের মালিকের সঙ্গে এই খবরের কোনও সম্পর্ক নেই এবং ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই এমন বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে পোস্টটি করা হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false