ফ্যাক্ট চেক: না, রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠান মঞ্চের ভিডিও এটি নয়
বিভ্রান্তিকর দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও
- Total Shares
অযোধ্যার রাম মন্দিরে আগস্টের ৫ তারিখে ভূমি পুজো উপলক্ষ্যে প্রস্তুতি চলছে জোরকদমে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন।
এরই মধ্যে রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠান মঞ্চের দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও।
ফেসবুক ব্যবহারকারী 'অচিন্ত্য দাস' ভাইরাল সেই ভিডিও পোস্ট করে লেখেন, "আগামী 5 আগস্ট 2020 অযোধ্যায় রাম মন্দির ভূমি পুজনের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেই মঞ্চের কিছু দৃশ্য"।
এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভিডিওটির সাথে করা দাবীটি ভুয়ো।অযোধ্যার রাম মন্দির নয়, এটি আদতে হায়দ্রাবাদের জিয়াগুড়ায় অবস্থিত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের প্রায় সাত মাসের পুরানো এক ভিডিও।
ভাইরাল এই ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করতে আমরা একে ইউটিউবে খুঁজে পাই।সেখানে এই ভিডিওকে হায়দ্রাবাদের শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের বলে ক্যাপশনে লেখা হয়।
তাছাড়া, তিরুপতি বান্দারী নামের এক টুইটকারী ব্যবহারকারীর টুইটেও আমরা ভিডিওটির মতো কিছু ছবি দেখতে পাই।
Started this auspicious #VykuntaEkadashi day with the Darshan of Lord Sri Ranganathaswamy, a reclining form of the Hindu deity #MahaVishnu at a 400 year old Vaishnavite #Temple in Jiyaguda, sought his divine blessings.lōkāḥ samastāḥ sukhinōbhavantu ॥@KTRTRS pic.twitter.com/aJkdRDIqq8
— Thirupathi bandari (@BTR_KTR) January 6, 2020
এবছর জানুয়ারিতে টুইটটি করে সেই টুইটার ব্যবহারকারী ছবিগুলিকে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের বলে জানান।
তিরুপতি বান্দারীর টুইটারের বায়ো অনুসারে, তিনি হলেন তেলেঙ্গানা সরকারের মন্ত্রী কেটি রমা রাওর ব্যক্তিগত সহকারী।
তথ্যটির বিষয়ে নিশ্চিত হতে 'ইন্ডিয়া টুডে'র তরফ থেকে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের সাথে যোগাযোগ করা হয়।সেই মন্দিরের একজন পুরোহিত এস বামশি কৃষ্ণা আমাদের নিশ্চিত করে জানান, ভিডিওটির সাথে করা দাবীটি মিথ্যা।
তিনি বলেন, ভিডিওটি রঙ্গনাথ স্বামী মন্দিরের ও প্রতিবছর বৈকুণ্ঠ একাদশীতে এই মন্দিরটি এত দুর্দান্তভাবে সাজানো হয়।এই বছর বৈকুণ্ঠ একাদশী জানুয়ারীর ৬ তারিখে পড়েছিল।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ভিডিওটি রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠান মঞ্চের নয়।এটি আদতে হায়দ্রাবাদের জিয়াগুড়ায় অবস্থিত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের প্রায় সাত মাসের পুরানো এক ভিডিও।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false