ভারতের কোন দর্শকের কাছে কাতারে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি না করার দাবিটি ভিত্তিহীন
ফিফা বিশ্বকাপ নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
- Total Shares
বিজেপি নেত্রী নুপুর শর্মা ইসলামের নবী হজরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অন্যান্য আরব দেশের সঙ্গে ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করে কাতার। এরপর কাতার বিরোধী নানান বার্তা ছেয়ে যায় সমাজ মাধ্যমে।
এসবের মধ্যে একটি মেসেজ সম্প্রতি ভাইরাল হয়েছে ফেসবুকে যেখানে দাবি করা হয়েছে যে, "ভারতের কোন দর্শকের কাছে ফিফা বিশ্বকাপের টিকেট বিক্রি করবে না কাতার!!"
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল
দাবিটি ভিত্তিহীন। ফিফা বা কাতারের তরফ থেকে ভারতীয়দের টিকেট বিক্রি করা হবে না বলে এমন কোনো সিদ্ধান্ত এই প্রতিবেদনটি লেখা অবধি নেওয়া হয় নি।
আমরা খুঁজে দেখি যে ভাইরাল এই দাবিটি সমাজ মাধ্যমে ছড়িয়েছে এক ব্যক্তির করা টুইটের ভিত্তিতে। সেই টুইটে এই ব্যক্তি দাবি করেছেন যে তার এক বন্ধু বিশ্বকাপের টিকিট থাকা সত্বেও তাকে কাতারে হোটেলে থাকার ব্যবস্থা দিতে রাজি নন কাতার সরকার।
This is the response a friend of mine got from official Qatar website . He has tickets for FIFA WC . Indian authorities feel at sea while india looses its grip on Arab world . Loose canon spokespersons of BJP have been doing this damage for years with the help of media. Ab Bhugto pic.twitter.com/3lhsQ7fumV
— kamalbanerjee01 (@wandering_monk) June 7, 2022
ভাইরাল এই টুইটটি গণমাধ্যমে ছড়ানোয় বিভ্রান্তি শুরু হয়। কিন্তু ভাইরাল টুইটটি থেকে ব্যাপারটি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
অন্যদিকে কাতার সরকার বা ফিফা আধিকারিকদের তরফ থেকে ভারতীয়দের টিকিট দেওয়া হবে না বলে এমন কোনো বার্তা নেই। এ বিষয়ে আমরা কোনো নির্ভরযোগ্য সংবাদও খুঁজে পাই নি।
রয়টার্স-এর প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপের টিকিটের চাহিদায় শীর্ষ ১০ টি দেশের মধ্যে রয়েছে ভারত।
সুতরাং, "ভারতের কোন দর্শকের কাছে ফিফা বিশ্বকাপের টিকেট বিক্রি করবে না কাতার!!"- এই ভাইরাল দাবিটি ভিত্তিহীন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false