ফ্যাক্ট চেক: পোপ ফ্রান্সিস কি করোনা ভাইরাস আক্রান্ত?
বিভ্রান্তিকর দাবি নিয়ে পোস্টটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
ইউরোপে এখন করোনা রাজ্ করছে, তার মধ্যে সব থেকে খারাপ অবস্থা হয়েছে ইতালির।
ইতালি-তে প্রতিদিন নতুন নতুন সংক্রমণের খবর যেমন আসছে তেমনিই মৃতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই মধ্যে পোপ ফ্রান্সিস-কে নিয়ে নতুন খবর তিনি নাকি করোনা ভাইরাসে আক্রান্ত।
''#করোনাভাইরাসে আক্রান্ত পোপ ফ্রান্সিস!
গত কয়েক দিন ধরে পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। অনেকেই তাকে অবিরাম হাঁচি দিতে ও কাশতে দেখছেন। সার্জিক্যাল মাস্ক দিয়ে তার মুখও ঢাকা রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে তার ভাষণও বাতিল করা হয়েছে।
এর পর থেকেই জোরদার জল্পনা শুরু হয়েছে- পোপ ফ্রান্সিস কি করোনাভাইরাসে আক্রান্ত?
ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ভ্যাটিকানে বসবাসকারী পোপ ফ্রান্সিসের শরীরেও তা বাসা বেঁধেছে।''
২ মার্চ এক ফেসবুক ব্যবহারকারী একটি অনলাইন পোর্টালের লিঙ্ক শেয়ার করে এই দাবি করেন।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) দেখেছে দাবিটি ঠিক নয়। পোপের সাধারণ সর্দি-কাশি হয়েছিল যা সেরে ওঠার পথে। আমরা ফেসবুক পোস্টটি দেখে গুগল-এ গিয়ে কি-ওয়ার্ড সার্চ করি। এ-সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন নিউজ মিডিয়াতে দেখা যায়। ঘটনা হলো একটি অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস কে কাশতে এবং হাঁচতে দেখা যায়। তারপর থেকেই শুরু হয়ে যায় জল্পনা।
টাইম-এর এই প্রতিবেদনের প্রথম লাইনেই লেখা আছে যে, ''শুক্রবার ভ্যাটিকানে প্রথম একজনের করোনা ভাইরাস ধরা পড়েছে, সাবধানতার জন্য কিছু অফিস বন্ধ রাখা হয়েছে। পোপ ঠান্ডা লাগা থেকে সুস্থতার পথে।'' প্রতিবেদনে এটাও উল্লেখ করা আছে যে তিনি আবার ''নিয়মিত ভক্তদের সঙ্গে দেখা করা শুরুর করে দিয়েছেন।''
অন্যন্য কয়েকটি নিউজ মিডিয়াতেও এই নিয়ে খবর আসতে শুরু করেছে যে, পোপ করোনা ভাইরাস আক্রান্ত হননি। তবে পোপের করোনা হয়েছে কিনা তা পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষার ফল নেগেটিভ বেরিয়েছে। এই প্রতিবেদন বেরিয়েছে আলজাজীরা-র ওয়েবসাইটে।
এছাড়াও আরো বেশ কয়েকটি ইতালিয়ান এবং ইংরেজি নিউজ ওয়েবসাইটে পোপের করোনা পরীক্ষা নেগেটিভ বলে খবর বেরিয়েছে, তার সঙ্গে সর্দি কাশি থেকে সুস্থ হয়ে ওঠার খবরও বেরিয়েছে।
তাই পোপের করোনা আক্রান্ত হওয়ার খবরটি সঠিক নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false