ফ্যাক্ট চেক: মধ্যপ্রদেশের পুরনো ভিডিও সাম্প্রতিক দিল্লি পুলিশের নামে চলছে সোশ্যাল মিডিয়ায়
ভিডিওটি গোয়ালিয়রের, দিল্লি হিংসার সঙ্গে কোনও সম্পর্ক নেই
- Total Shares
দিল্লি হিংসার ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবরের সুনামি। গোয়ালিয়রের একটি পুরনো ভিডিও দিল্লি পুলিশের সঙ্গে জড়িয়ে ফেসবুকে পোস্ট করলেন, মহম্মদ আকবর হোসেন। ২৯ ফেব্রুয়ারী তিনি একটি ৪৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে কয়েকজন মহিলা মাটিতে বসে আছেন আর একজন পুলিশ অফিসার তাদের মারছে। তিনি ভিডিওটির ক্যাপশন দিয়েছেন, ''দিল্লি পুলিশের অবস্থা দেখুন-হে আল্লাহ জালিমদের তুমি ধ্বংস করো মাবুদ -''
ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটি দেখেছেন ১ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ। শেয়ার করেছেন পনেরো হাজারের বেশি।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) দেখেছে দাবিটি ঠিক নয়, ভিডিওটি অন্তত তিন বছরের পুরনো। আমরা ভিডিওটি নিয়ে কি ফ্রেমে ভেঙে নিয়ে দুটি ইমেজ নিয়ে রিভার্স সার্চ করি। দেখা যায় ৯ মে ২০১৯ সালে এশিয়ান এজ একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন অনুযায়ী ওই ভিডিওটি সে সময় গোয়ালিয়র পুলিশ অস্বীকার করে। তারা এশিয়ান এজ-কে সে সময়েই জানায় যে ঘটনাটি দু-বছরের পুরনো। তারা এও জানায়, ''যে অফিসার-কে মারতে দেখা যাচ্ছে তিনি তখন নির্বাচনী কাজে, তিনি ফিরলে বিভাগীয় তদন্ত করার কথা জানান গোয়ালিয়র পুলিশ।'' ওই একই দিনে এনডিটিভি-ও একই প্রতিবেদন প্রকাশ করে। একটি ইউটিউব চ্যানেলেও ভিডিওটি আপলোড করা হয়।
তাই ভিডিওটি খুব সম্ভবত গোয়ালিয়রের এবং যে প্রতিবেদনগুলো বেরিয়েছিল তার সবগুলিই এক বছর আগের, তাই ভিডিওটির সঙ্গে দিল্লির হিংসার ঘটনার কোনও সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false